শেষ আপডেট: 8th December 2023 13:31
দ্য ওয়াল ব্যুরো: দেশে পেয়াঁজ ও চিনির জোগান স্বাভাবিক রাখতে বড় পদক্ষেপ করতে চলেছে ভারত সরকার। পেঁয়াজ রপ্তানিতে এবছর জুনে কিছু বিধিনিষেধ জারি করে নরেন্দ্র মোদী সরকার। রপ্তানির উপর ৪০ শতাংশ বাড়তি শুল্ক চাপায় কেন্দ্র। নয়া পরিকল্পনা হল, পেয়াঁজ রপ্তানি পুরোপুরি নিষিদ্ধ করা।
একই সঙ্গে কেন্দ্রের ভাবনায় আছে চিনি বাদে আখের বাকি সব ব্যবহার আপাতত বন্ধ রাখা। চিনি রপ্তানি আগে থেকেই নিষিদ্ধ করেছে কেন্দ্র।
ওয়াকিবহাল মহলের খবর, লোকসভা নির্বাচনের কথা বিবেচনায় রেখেই কেন্দ্র অভ্যন্তরীণ বাজারে জোগান নিয়ে চিন্তিত। চলতি বছরের জুনে চাল রপ্তানি বন্ধ করে দেয় ভারত সরকার। সেই সিদ্ধান্ত নিয়ে বিশ্বের নানা দেশ ভারতের উপর চাপ তৈরি করেছে। ওই সিদ্ধান্তের ফলে সবচেয়ে বিপাকে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমী দুনিয়া। কিছু চাপ সত্বেও মোদী সরকার চাল রপ্তানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি।
অতীতে চাল, ডাল, চিনি এবং পেঁয়াজের দাম নিয়ে বিপাকে পড়তে হয়েছে সরকার ও শাসক দলকে। সদ্য হিন্দি বলয়ের তিন রাজ্য ছত্তিসগড়, রাজস্থান এবং মধ্য প্রদেশে জয়ী হয়েছে বিজেপি। আড়াই দশক আগে এই তিন রাজ্যেই তৎকালীন বিজেপি হেরে গিয়েছিল পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে না পারায়। ওই তিন রাজ্যে বিরোধীদের এবার অন্যতম ইস্যু ছিল দ্রব্যমূল্য বৃদ্ধি।
অতীত অভিজ্ঞতা থেকেই মোদী সরকার দেশিয় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের জোগান স্বাভাবিক রাখতে তৎপর। কেন্দ্রীয় সরকারের একটি সূত্রের খবর, পেয়াঁজ ও চিনি নিয়ে সম্ভাব্য সিদ্ধান্তের ফলে দেশে দুটি পণ্যই কম করে সাড়ে তিন লাখ থেকে সাত লাখ মেট্রিক টন বাড়তি জোগান রাখা সম্ভব।