শেষ আপডেট: 8 December 2023 15:52
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা থেকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে যে বহিষ্কার করা হবে তা ছিল স্রেফ সময়ের অপেক্ষা। মহুয়াও হয়তো সে জন্য প্রস্তুতই ছিলেন। এদিন লোকসভায় ধ্বনি ভোটের মাধ্যমে মহুয়াকে বহিষ্কারের প্রস্তাব পাশ হতেই ক্ষোভে ফেটে পড়েন কৃষ্ণনগরের সদ্য প্রাক্তন সাংসদ।
লোকসভায় মহুয়াকে যাতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়, সেই দাবি করেছিল তৃ়ণমূল। কিন্তু সেই দাবি স্পিকার ওম বিড়লা শুনতেই চাননি। পরে সংসদ ভবন থেকে বেরিয়ে এসে মহুয়া বলেন, “আমাকে কোনও কথা বলার সুযোগ দিয়ে এক তরফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” মহুয়ার দাবি, তাঁকে বহিষ্কার করার ব্যাপারে এথিক্স কমিটির সুপারিশ করার কোনও অধিকার নেই।
VIDEO | "We haven't got it (Ethics Committee report) yet. Let me go and have lunch. I will come back after having my lunch," TMC MP @MahuaMoitra.
— Press Trust of India (@PTI_News) December 8, 2023
The report was tabled in Lok Sabha earlier today amid uproar from the Opposition MPs who questioned the procedure followed by the… pic.twitter.com/YQAtCzm1o7
মহুয়া এদিন যখন সংবাদমাধ্যমের সামনে তাঁর ক্ষোভ উগরে দিচ্ছিলেন তখন তাঁর পিছনেই দাঁড়িয়েছিলেন সনিয়া গান্ধী। দৃশ্যত উত্তেজিত মহুয়া মৈত্র বলেন, আদানিকে বাঁচাতে মোদী সরকার আদা জল খেয়ে নেমেছে। এই সরকার নারী বিদ্বেষী। কিন্তু এভাবে আমার মুখ বন্ধ করা যাবে না। আমি আবার ফিরে আসব। এবং ওদের শেষ দেখে ছাড়ব।
VIDEO | "The 17th Lok Sabha has indeed been historic. It is a House which saw the passage of the Women's Reservation Rescheduling Bill, but it has presided over the most tenacious witch-hunt of one of 78 women MPs. This Lok Sabha has also seen the weaponisation of a Parliamentary… pic.twitter.com/Y0CyUG9OPw
— Press Trust of India (@PTI_News) December 8, 2023