শেষ আপডেট: 13th September 2024 14:44
দ্য ওয়াল ব্যুরো: শেয়ার বাজার নিয়ামক সংস্থা সেবি বা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া’-র প্রধান মাধবী পুরী বূচের বিরুদ্ধে লোকপালের কাছে অভিযোগ দায়ের করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। গত পরশু অর্থাৎ বুধবার সেবির অফিসে গিয়ে অভিযোগ নথিভুক্ত করে আসেন তিনি। শুক্রবার এক্স হ্যান্ডেলে তাঁর এই পদক্ষেপের কথা জানিয়েছেন মহুয়া।
তৃণমূল সাংসদ লিখেছেন, আমার অভিযোগের ভিত্তিতে লোকপালকে অবশ্যই একমাসের মধ্যে ইডি/সিবিআইকে বিষয়টি অনুসন্ধান করে রিপোর্ট দিতে বলতে হবে। তার ভিত্তিতে দায়ের হবে এফআইআর।
সেবি প্রধান মাধবীকে নিয়ে মার্কিন গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদন ঘিরে বিতর্ক চলছে। ওই সংস্থা এর আগে গৌতম আদানির কোম্পানির বিরুদ্ধে শেয়ারের দরে কারচুপির অভিযোগ করেছিল। নতুন রিপোর্টে তারা বলেছে, আদানিদের অনিয়মে সেবি প্রধানের হাত আছে। আদানি গোষ্ঠীর সঙ্গে সেবি প্রধানের স্বার্থ জড়িত বলে রিপোর্টে বলেছে হিন্ডেনবার্গ রিসার্চ।
লোকপাল হল, কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ এবং সাংবিধানিক সংস্থার প্রধানদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তকারী সংস্থা। যদিও তারা সরাসরি তদন্ত করে না। তদন্ত তদারক করে। লোকপাল তদন্ত কিংবা অনুসন্ধানের জন্য যে কোনও সরকারি গোয়েন্দা সংস্থাকে দায়িত্ব দিতে পারে।
প্রসঙ্গত, মহুয়ার বিরুদ্ধেও লোকপালে অভিযোগ দায়ের হয়েছিল গত বছর। তার লোকসভার সদস্যপদ খারিজের পর বিজেপির এক সাংসদ তৃণমূল সাংসদের বিরুদ্ধে লোকপালের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। মহুয়ার লোকসভার সদস্যপদ চলে যাওয়ার কারণ হিসাবে অভিযোগ করা হয়েছিল তিনি এক শিল্পপতির কাছ থেকে সুবিধা নেওয়ার বিনিময়ে সংসদে প্রশ্ন করতেন। সেই শিল্পপতিই প্রশ্ন সাজিয়ে জমা দিতেন মহুয়ার হয়ে।