শেষ আপডেট: 19th October 2024 16:08
দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্র বিধানসভা ভোটে শাসক জোট মহায়ুতির আসন সমঝোতা প্রায় চূড়ান্ত হওয়ার পথে। শুক্রবার রাত থেকে শুরু হওয়া আসন বণ্টনের আলোচনা শনিবার রাত ২টো পর্যন্ত চলে। এদিন রাতের মধ্যেই বাকিটা শেষ করে আগামিকাল, রবিবার মুম্বইয়ে এক যৌথ সাংবাদিক সম্মেলনে ঘোষণা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সূত্রে জানা গিয়েছে, হরিয়ানায় হ্যাটট্রিকের পর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শেষ চাঙ্গা রয়েছে। তাই আপাতত যেটুকু জানা গিয়েছে, ২৬০টি আসনের মধ্যে বিজেপি সিংহভাগ আসনে লড়বে। পদ্ম চিহ্নের প্রার্থী সংখ্যা হতে পারে ১৪২। এবং একনাথ শিন্ডে গোষ্ঠীর শিবসেনা ৬৬ ও অজিত পাওয়ার নেতৃত্বাধীন এনসিপি ৫২টি কেন্দ্রে লড়তে পারে।
বাকি ২৮টি আসনের জন্য এখনও আলোচনা চলছে। তিন তরফেই জোরাল দাবি-পাল্টা দাবির কারণে আটকে রয়েছে বোঝাপড়া। আর তা নিয়েই এদিন রাতে নয়াদিল্লিতে অমিত শাহের বাড়িতে আলোচনায় বসবেন তিন দলের নেতারা। শুক্রবার রাতেও অমিত শাহের বাড়িতে প্রায় টানা চার ঘণ্টা ধরে আলোচনা চলে। রাত ২টো পর্যন্ত চলা সেই বৈঠকে হাজির ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। অধিকাংশ আসনেই সমঝোতা চূড়ান্ত হয়ে গিয়েছে।
মহারাষ্ট্রে বিধানসভা ভোট হবে আগামী ২০ নভেম্বর। ফল ঘোষণা হবে ২৩শে। অন্যদিকে, বিরোধী জোট মহা বিকাশ আঘাড়ির নেতা শারদ পাওয়ার জানিয়েছেন, তাঁরাও প্রায় ২০০ কেন্দ্রে আসন সমঝোতায় ঐকমত্যে পৌঁছেছেন। যদিও কংগ্রেসের সঙ্গে উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন শিবসেনার ঝামেলা চলছে কিছু আসনে। রাজ্য কংগ্রেস সভাপতি নানা পাটোলে বলেন, অন্তত ২৫ থেকে ৩০টি আসন নিয়ে জট পাকিয়েছে। আমরা দিল্লির নেতৃত্বকে বিষয়টি জানিয়েছি। সেখান থেকে নির্দেশ আসবে তাই হবে। এদিকে, ইন্ডিয়া জোটের আরেক শরিক দল সমাজবাদী পার্টিও ১২টি আসন দাবি করে রেখেছে। এই অবস্থায় জোটের জট কীভাবে খোলে তা সময়ই বলবে।