শেষ আপডেট: 15th October 2024 16:48
দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রে একদফায় ভোট হবে ২০ নভেম্বর। গণনা ও ফলপ্রকাশ ২৩ নভেম্বর। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানান মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। অন্যদিকে, ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন হবে দুই দফায়। আগামী ১৩ ও ২০ নভেম্বর। ১৩ নভেম্বর হবে পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন বিধানসভা ও লোকসভা কেন্দ্রে উপনির্বাচন। মহারাষ্ট্রের সঙ্গেই ভোটগণনা ও ফলপ্রকাশ হবে ২৩ নভেম্বর।
রাজীব কুমার আরও জানান, উত্তরাখণ্ডের কেদারনাথ বিধানসভা কেন্দ্র ও মহারাষ্ট্রের নান্দেড় লোকসভা কেন্দ্রের উপনির্বাচন হবে ২০ নভেম্বর। ওয়ানাড লোকসভা কেন্দ্রের উপনির্বাচন হবে ১৩ নভেম্বর।
হরিয়ানা ভোট গণনা নিয়ে কংগ্রেসের অভিযোগের জবাবে মুখ্য নির্বাচন কমিশনার বলেন, গণনা শুরুর ১৫ থেকে ৩০ মিনিটের মধ্যে প্রবণতা আসতে শুরু করেছিল। নির্বাচন কমিশন ২০টি অভিযোগের সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের তরফে আমরা জম্মু-কাশ্মীর ও হরিয়ানার ভোটারদের আন্তরিক ধন্যবাদ জানাই। জম্মু-কাশ্মীরের মানুষ এই ভোটকে উৎসবের মতো চোখে দেখে বিপুল সংখ্যায় অংশ নিয়েছিলেন। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে ভারত প্রতিটি ভোটে স্বর্ণযুগের মান তৈরি করছে। এদিন সাংবাদিক সম্মেলনে তাঁর সঙ্গে ছিলেন অন্য দুই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং সাঁধু।