শেষ আপডেট: 19th August 2024 11:47
দ্য ওয়াল ব্যুরো: আর জি কর হাসপাতালে ডাক্তার-ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় দেশজুড়ে ডাক্তারদের প্রতিবাদ-আন্দোলনে এখনও ভাটা পড়েনি। আজ, সোমবার রাখির দিন কলকাতার মহিলা আবাসিক ডাক্তারের উপর অকথ্য নির্যাতন ও খুনের প্রতিবাদে মহারাষ্ট্রের অ্যাসোসিয়েশন অফ রেসিডেন্ট ডক্টর্স শোকের রাখিবন্ধন পালন করছে। সংগঠনের সদস্যারা সরকারি কর্তা, কলেজ কর্তৃপক্ষ, পুলিশ, নিরাপত্তা কর্মী, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীর হাতে রাখি পরিয়ে দিচ্ছেন।
এদিকে, প্রতিবাদ ধ্বনিত হয়েছে সরকারি সম্মানপ্রাপক বিশিষ্ট ডাক্তারদের মধ্যেও। দেশের ৭০ জন পদ্ম পুরস্কার প্রাপক চিকিৎসক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জি জানিয়েছেন। অশোক বৈদ, হর্ষ মহাজন, অনুপ মিশ্র, একে গ্রোভার, অলকা কৃপালনী ও মহসিন ওয়ালির মতো দেশের স্বনামধন্য চিকিৎসকরা প্রধানমন্ত্রীর কাছে অবিলম্বে হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন। তাঁদের মতে, আর জি করের এই ঘটনা দেশের পক্ষে এক বিপজ্জনক ইঙ্গিত।
অতি দ্রুত সরকার যাতে অর্ডিন্যান্সের মাধ্যমে ডাক্তারদের নিরাপত্তা নিয়ে একটি আইন পাশ করে। তাঁরা চিঠিতে লিখেছেন, চিকিৎসা কেন্দ্র, হাসপাতালগুলিতে স্বাস্থ্যকর্মীদের উপর হামলার ঘটনা রুখতে অতি দ্রুত একটি বিশেষ আইন প্রণয়ন জরুরি। এই মর্মান্তিক ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আইনি পরিবর্তন কতটা জরুরি।
নয়া আইনে এ ধরনের অপরাধে কঠোরতম শাস্তির বিধান দাবি করেন তাঁরা। শুধু শারীরিক নয়, মৌখিক আক্রমণেরও শাস্তি দাবি করেন বিশিষ্ট চিকিৎসকরা। এই চিঠির স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন, আইসিএমআরের প্রাক্তন ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব, দিল্লি এইমসের প্রাক্তন ডিরেক্টর রণদীপ গুলেরিয়া এবং ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড বাইলারি সায়েন্সেসের ডিরেক্টর এস কে সারিনও।
অন্যদিকে, মহারাষ্ট্রের ডাক্তার সংগঠন রাখিবন্ধন নিয়ে এক বিবৃতিতে বলেছে, এই রাখিবন্ধন কেবলমাত্র প্রতীকী প্রতিবাদ নয়। এটা চলতি ব্যবস্থার মুখে প্রত্যক্ষ চ্যালেঞ্জ। যেভাবে আমাদের, ডাক্তারদের উপর জনরোষের নামে হামলা হয়, তার বিরুদ্ধে এটা আমাদের সরাসরি প্রতিবাদ। আমরা ন্যায়বিচারের জন্য রাখি পরাচ্ছি না। আমরা চাই এই ব্যবস্থার আমূল পরিবর্তন, অবিলম্বে এবং আপসহীন নিরাপত্তার সংস্কার গ্রহণ।