শেষ আপডেট: 4th March 2025 13:35
দ্য ওয়াল ব্যুরো: পদত্যাগ করলেন মহারাষ্ট্রের (Maharastra) মন্ত্রী ধনঞ্জয় মুন্ডে (Dhananjay Munde)। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ (Devendra Fardnavis) তাঁকে ইস্তফা দিতে বলেছিলেন। শরিক দল এনসিপির (NCP) এই মন্ত্রী খাদ্য সরবরাহ ও ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী ছিলেন। দীর্ঘ দর-কষাকষির পর মঙ্গলবার পদত্যাগ করেন।
এক পঞ্চায়েত কর্মকর্তা সন্তোষ দেশমুখের হত্যাকাণ্ডে (murder) পুলিশ বাল্মিক কারাড নামে এনসিপি নেতাকে গ্রেফতার করেছে। ধৃতের সঙ্গে মন্ত্রী ধনঞ্জয়ের অন্তরঙ্গ সম্পর্ক জানাজানি হতে বিতর্ক মাথাচাড়া দেয়।
যদিও পদত্যাগী মন্ত্রীর দাবি শারীরিক কারণে ইস্তফা দিয়েছেন তিনি। চিকিৎসকেরা তাঁকে লম্বা সময় ধরে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন, দাবি করেছেন ধনঞ্জয়।
তাঁর আরও দাবি, খুনের ঘটনায় পুলিশ চার্জশিট জমা করে দিয়েছে্। তাতে হত্যাকাণ্ডে তাঁর যোগ থাকার প্রমাণ মেলেনি। যদিও একাধিক সুত্র থেকে জানা গিয়েছে, ধনঞ্জয়কে এরপর গ্রেফতার করা হতে পারে। সেই আভাস পাওয়ায় মুখ্যমন্ত্রী ফড়ণবিশ তাঁকে ইস্তফা দিতে বলেন।
বিরোধীরা এই ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে। শিবসেনা (ইউটিবি) নেতা আদিত্য ঠাকরে বলেছেন, খুনের মন্ত্রীর যুক্ত থাকার বিষয়টি ঘটনার পর পরই সামনে এসেছিল। এতদিন মন্ত্রীকে আড়াল করা হয়েছে।