শেষ আপডেট: 13th November 2024 16:51
দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ব্যাগে তল্লাশি চালালেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। বুধবার ভোটমুখী মহারাষ্ট্রে নির্বাচনী প্রচারে আসেন মুখ্যমন্ত্রী। পালঘর হেলিপ্যাডে তিনি অবতরণের পরেই নির্বাচনী আধিকারিকরা এগিয়ে এসে মুখ্যমন্ত্রীর ব্যাগে তল্লাশি চালান। উল্লেখ্য, কয়েকদিন আগে রাজ্যের বিরোধী জোট মহাবিকাশ আঘাড়ি নেতা উদ্ধব ঠাকরের ব্যাগ তল্লাশি নিয়ে হইচই পড়ে যায়। তারপর মুখ্যমন্ত্রী শিন্ডের ব্যাগ পরীক্ষা নিয়ে পাল্টা বিতর্ক শুরু হয়ে গিয়েছে। অনেকে বলছেন, এটা সম্পূর্ণ গটআপ কেস। উদ্ধব ঠাকরের অভিযোগকে মিথ্যা প্রমাণিত করতে এটা ইচ্ছাকৃতভাবে লোক দেখানো করা হয়েছে।
এদিন ভোট প্রচারের জন্য পালঘর পুলিশ গ্রাউন্ডের হেলিপ্যাডে নামেন মুখ্যমন্ত্রী। এর আগে উদ্ধব শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে বিরোধী নেতাদের ব্যাগ, গাড়ি তল্লাশি চালাচ্ছে পুলিশ ও নির্বাচন কমিশন বলে অভিযোগ তুলেছিলেন। তারপর এদিন খোদ মুখ্যমন্ত্রীর ব্যাগ তল্লাশির ঘটনায় নানান প্রশ্ন মাথাচাড়া দিয়েছে।
ঠাকরের অভিযোগ ছিল, তিনি লাতুর ও যাবতমাল জেলায় প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের তল্লাশির মুখে পড়েন। তিনি বলেন, এই একই আইন কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্য শাসকদলের শীর্ষ নেতাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। উদ্ধবের বক্তব্য, আমি নির্বাচনী আধিকারিকদের দোষের কিছু দেখছি না। তাঁরা তাঁদের কর্তব্য পালন করছেন। কিন্তু আমার প্রশ্ন, তাঁরা কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ওই দাড়িমুখো লোকটি (একনাথ শিন্ডে), গোলাপি জ্যাকেট পরা লোকটি (অজিত পাওয়ায়) এবং উপমুখ্যমন্ত্রী ফড়নবিশের ব্যাগ পরীক্ষা করে দেখছেন?
উল্লেখ্য, এর আগে বুধবারই উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, অজিত পাওয়ারের ব্যাগ তল্লাশি হয় বারামতীতে। মহারাষ্ট্র বিজেপি সেই ছবি পোস্ট করে লেখে, কোলাপুর বিমানবন্দরে দেবেন্দ্র ফড়নবিশের ব্যাগে তল্লাশি চালাচ্ছে ইসিআই।