শেষ আপডেট: 4th October 2024 15:28
দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের বিধানসভার চারতলা থেকে ঝাঁপ দিলেন ডেপুটি স্পিকার। পেছন পেছন তাঁর দেখাদেখি ঝাঁপ দিলেন আরও কয়েকজন বিধায়ক। যদিও নীচে জাল থাকায় সেখানেই আটকে গেছিলেন তাঁরা। পরে পুলিশের তৎপরতায় তাঁদের উদ্ধার করা হয়। এরপরই বিধানসভার বাইরে অবস্থানে বসে পড়েন তাঁরা।
অবস্থানের কথা আসছে মানেই আন্দাজ করা যায় কোনও ঘটনার প্রতিবাদেই এহেন ঘটনা ঘটিয়েছেন এনসিপি বিধায়ক তথা মহারাষ্ট্রের ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল ও বাকি বিধায়করা।
#WATCH | NCP leader Ajit Pawar faction MLA and deputy speaker Narhari Jhirwal jumped from the third floor of Maharashtra's Mantralaya and got stuck on the safety net. Police present at the spot. Details awaited pic.twitter.com/nYoN0E8F16
— ANI (@ANI) October 4, 2024
জানা যাচ্ছে, সংরক্ষণ নিয়ে আলোচনা হচ্ছিল মহারাষ্ট্র বিধানসভায়। প্রভিশনস অফ পঞ্চায়েত-এর আওতায় থাকা উপজাতি নিয়োগ স্থগিত করে দেওয়া এবং ধাঙ্গার জনগোষ্ঠীকে ‘শিডিউল ট্রাইব’ স্বীকৃতি না দেওয়ার বিরোধিতা করেই বিক্ষোভ চালাচ্ছিলেন অজিত পাওয়ারের দলের বিধায়করা।
আচমকাই ডেপুটি স্পিকার চারতলা থেকে ঝাঁপ দেন। তাই দেখে বসে থাকতে না পেরে কয়েকজন আদিবাসী বিধায়কও লাফিয়ে পড়েন। ঝাঁপ দেন বিজেপি বিধায়ক হেমন্ত সাভরা, কিরণ লাহামাটে, হিরমন খোসকার ও রাজেশ পাটিল। যদিও সকলেই সেফটি নেটে আটকে যান। তারপর তাঁদের উদ্ধার করে পুলিশ। এরপরই অবস্থানে বসেন তাঁরা।
এখনও অবধি যা খবর, আজই মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এ বিষয়ে বিধায়কদের সঙ্গে ফোনে কথা বলবেন এবং দ্রুত সমস্যা মেটানোর চেষ্টা করবেন।
বস্তুত, পঞ্চায়েত আইন ১৯৯৬-র সরকারি চাকরিতে আদিবাসী নিয়োগের দাবিতে আন্দোলন করছিলেন মহারাষ্ট্রের বিধায়করা। তাঁদের অভিযোগ, ২০২৩-এর অক্টোবরের পর থেকে ১৭টি ক্যাটাগরিতে আদিবাসীদের নিয়োগ থেমে রয়েছে। সাধারণ প্রার্থীরা যোগ দিলেও, আদিবাসী প্রার্থীদের নিয়োগ হয়নি। আজও এই বিষয় নিয়েই তর্ক-বিতর্ক চলছিল। আর তাতেই এই পরিস্থিতি।