শেষ আপডেট: 1st September 2024 11:41
দ্য ওয়াল ব্যুরো: গোমাংসা খাওয়ার সন্দেহে বাংলার পরিযায়ী শ্রমিককে হরিয়ানায় পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। তারই মাঝে ট্রেনে গরুর মাংস নিয়ে যাওয়ার অভিযোগে মহারাষ্ট্রে এক বৃদ্ধকে মারধর ও হেনস্থা করার অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে।
ইতিমধ্যে সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে, আশরাফ মুনিয়ার নামে ওই বৃদ্ধকে তাঁর ছেলের বয়সি সহযাত্রীরা থাপ্পড় মারছে এবং গালিগালাজ করেছে। বৃদ্ধ ভয়ে ভয়ে বারংবার বলার চেষ্টা করছেন, মালেগাঁওতে তাঁর মেয়ের বাড়ির জন্য মাংস নিয়ে যাচ্ছেন। তিনি এও বলেন, এটি গরুর নয়, মহিষেরা মাংস। তাতে ওই সহযাত্রীরা ক্ষান্ত হননি। বরং মাংসটি পরীক্ষা করে দেখার কথা বলেন তাঁরা।
জানা যাচ্ছে, জলগাঁও জেলার বাসিন্দা বৃদ্ধ আশরাফ ধুলে এক্সপ্রেসে করে মালেগাঁওতে তাঁর মেয়ের বাড়িতে যাচ্ছিলেন।, ওই ট্রেনেই একদল যাত্রীর মারধর ও হেনস্থার শিকার হন তিনি। গরু মাংস নিয়ে যাওয়ার সন্দেহে তাঁরা ওই বৃদ্ধকে আক্রমণ করে।
প্রসঙ্গত, ১৯৭৬ সালের পশু সংরক্ষণ আইন অনুযায়ী মহারাষ্ট্রে গরু, ষাঁড় এবং বলদ জবাই নিষিদ্ধ। তবে মহিষের ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা নেই।
রেল পুলিশের তরফে ভাইরাল ভিডিওর সত্যতা স্বীকার করে জানানো হয়েছে, অভিযুক্তদের মধ্যে দু'জনকে শনাক্ত করা হয়েছে। তাদের খোঁজে পুলিশের একটি দল অভিযানে নেমেছে।
এনসিপি শিবিরের নেতা জিতেন্দ্র আওহাদ ঘটনার সমালোচনা করে বলেছে্ন, "এটা মহারাষ্ট্রের সংস্কৃতি নয়। সন্দেহের বশে বাবার বয়সি লোককে মারধর করছে একদল যুবক। এই হিংসা বরদাস্ত করা হবে না। প্রশাসনের উচিত অবিলম্বে কড়া পদক্ষেপ করা।"