শেষ আপডেট: 25th January 2025 20:30
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াগরাজে ১৪৪ বছর পর শুরু হয়েছে মহাকুম্ভমেলা। সাধারণ কুম্ভমেলার সঙ্গে এর পার্থক্য হল, পূর্ণকুম্ভমেলা প্রতি ১২ বছর অন্তর প্রয়াগরাজে হয়। এবার এর সঙ্গে জুড়েছে একটি বিশেষ যোগ। সেই যোগই পূ্র্ণ কুম্ভমেলাকে ‘মহাকুম্ভ’ বানিয়েছে। প্রয়াগরাজে গঙ্গার তীরে অমৃত কুম্ভের সন্ধানে দেশ-বিদেশ থেকে ছুটে এসেছেন কোটি কোটি মানুষ। তাঁদের মধ্যে যেমন রয়েছেন ভক্তের দল, তেমনই আছেন সাধু-সন্তরাও। সোশ্যাল মিডিয়া খুললেই রিল, ছবি ভেসে আসছে। এসব দেখে আপনারও যেতে ইচ্ছে করছে পুণ্য স্নান করতে? প্রথমবার মহাকুম্ভে যাবেন ভাবছেন? তাহলে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলি।
মহাকুম্ভে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন। আগামী আরও কয়েকদিন পুণ্য স্নানের তিথি রয়েছে। ফলে ভ্রমণ সংক্রান্ত কিছু বিষয়, স্বাস্থ্য সংক্রান্ত কয়েকটি বিষয় ও প্রযুক্তিগত কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। তৈরি করতে হবে চেকলিস্ট।
ভ্রমণ সম্পর্কিত এই বিষয়গুলি মাথায় রাখুন -
ক্রসবডি ব্যাগ নিতে পারেন। তাতে টাকা, গুরুত্বপূর্ণ নথি ও ফোন রাখুন। এটি ছিনতাই হওয়ার সম্ভাবনা অন্যান্য ব্যাগের তুলনায় কম।
এমন জুতো পরুন যা ভিজে গেলেও সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে বা ভিজবে না খুব একটা। কারণ ঘাট বা নদীর তীরে হাঁটতে হবে।
জলের বোতল সঙ্গে রাখুন। রি-ইউজেবল, ইনসুলেটেড জলের বোতল সঙ্গে রাখুন যাতে শরীর হাইড্রেটেড থাকে।
আবহাওয়ার উপযোগী পোশাক সঙ্গে রাখুন। এখন প্রয়াগরাজে দিনের বেলা একরকম তাপমাত্রা, রাতের বেলা একরকম। দিনের জন্য হালকা ও রাতের জন্য মোটা পোশাক নিয়ে নেবেন।
প্রযুক্তিগত ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয়, এই বিষয়গুলি মাখায় রাখতে হবে
অ্যাপল এয়ারট্যাগ লাগিয়ে নিয়ে পারে লাগেজে। যাতে সহজেই ট্র্যাক করতে পারেন।
পোর্টেবল চার্জার সঙ্গে রাখুন। চার্জ দেওয়ার জায়গা নাও পেতে পারেন।
স্মার্টওয়াচ পরুন। এতে আপনি কতোটা হাঁটছেন বুঝতে পারবেন এবং ব্লাড প্রেসার ও পালস রেটও বুঝতে পারবেন।
আর স্বাস্থ্য সম্পর্কিত প্রয়োজনীয় এই জিনিসগুলি মাথায় রাখতে হবে
ব্যান্ডেজ, অ্যান্টিসেপ্টিক ওয়াইপস, পেইন কিলার এবং প্রেসক্রাইবড ওষুধ-সব একটি কিট সঙ্গে রাখা বাঞ্ছনীয়। এতে প্রাথমিক চিকিৎসা করা যাবে যখন তখন।
সানস্ক্রিন এবং লিপ বাম সঙ্গে রাখলে ভাল।
এছাড়াও মাস্ক, স্যানিটাইজার, স্যানিটারি ন্যাপকিন বা ট্যাম্পন নিজের কাছে রাখা ভাল।