মহাকুম্ভে গোলাপি বাস।
শেষ আপডেট: 21st January 2025 00:10
দ্য ওয়াল ব্যুরো: মহা কুম্ভে পুণ্যার্থীদের জন্য বিশেষ উদ্যোগ। এবার মহিলাদের জন্য চালানো হচ্ছে বিশেষ গোলাপি রঙের বাস। তবে এই বাস আর পাঁচটা সাধারণ কাজে ব্যবহার হবে না। মহিলাদের ক্যানসার শনাক্তকরণের জন্য এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে (Maha Kumbh Mamography)।
কেরলের মা অমৃতানন্দময়ী মঠের নির্দেশে গোলাপি বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। মঠের পরিচালন কমিটির সদস্য সাধু ব্রহ্মঋষি একনাথ বলেন, ম্যামোগ্রাফি সুবিধা-সহ বাসটি চার কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে। যেখানে স্তন ক্যানসারের স্ক্রিনিং-সহ প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম মজুত রয়েছে।
কেন এমন উদ্যোগ?
মঠের তরফে জানানো হয়েছে, মূলত ৪০ বছরের পর থেকেই মহিলাদের স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ে। সে কারণে মহা কুম্ভে এসে কোনও মহিলার প্রথম পর্যায়ে স্তন ক্যানসার ধরা পড়লে ফরিদাবাদের মা অমৃতানন্দময়ী হাসপাতাল থেকে কম খরচে চিকিৎসার সুবিধা মিলবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।
সময়মতো স্তন ক্যানসার পরীক্ষা করাতে অনেক মহিলা দ্বিধাবোধ করেন। সে কারণে মহা কুম্ভে প্রথমবার মহিলাদের জন্য এই বাস পাঠানো হয়েছে। ২০২২ সালে ফরিদাবাদে গোলাপী বাসের উদ্বোধন করা হয়েছিল।
এছাড়া পুণ্যার্থীদের সুবিধার জন্য একটি ভ্রাম্যমাণ মিনি হাসপাতাল বাসেরও বন্দোবস্ত করা হয়েছে। বাসটিতে এক্স-রে, প্যাথলজি ল্যাব, ছোটখাটো অপারেশনের সুবিধা রয়েছে। স্যাটেলাইটের মাধ্যমে ফরিদাবাদ হাসপাতালের চিকিৎসকরা সবসময় পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন।
ইতিমধ্যে ফরিদাবাদ ও কোচি থেকে কমপক্ষে ৫০ জন প্যারামেডিক্যাল স্টাফ মহা কুম্ভে এসে পৌঁছেছেন। ক্যাম্প এবং মেলায় নির্মিত হাসপাতালে কেউ অসুস্থ হয়ে পড়লে তাঁদের সেবা করছেন তাঁরা।