কুম্ভে এলেন পাকিস্তানের হিন্দু পুণ্যার্থী
শেষ আপডেট: 6th February 2025 16:48
দ্য ওয়াল ব্যুরো: অমৃতকুম্ভের সন্ধানে মুছে গেল র্যাডক্লিফ লাইনের ভ্রূকুটি। পাকিস্তান থেকেও এবার ধর্মপ্রাণ হিন্দুরা পা বাড়ালেন ভারতের উদ্দেশে। এসে পৌঁছলেন প্রয়াগরাজ। ৬৮ জন পুণ্যার্থীর ওই দল পড়শি দেশের ব্যবস্থাপনা, আতিথেয়তায় খুশি। গঙ্গায় অবগাহন ইতিমধ্যে সারা হয়ে গেছে। সকলে একবাক্যে স্বীকার করেছেন, ত্রিবেণী সঙ্গমের পবিত্রতা তাঁদের মুগ্ধ করেছে।
সরকারি পরিসংখ্যান বলছে, গতকাল ৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ৩৯ কোটি পুণ্যার্থী কুম্ভস্নান সেরেছেন। ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেলায় ভিড় জমিয়েছেন সাধারণ নাগরিক, সাধুসন্ত থেকে বিদেশি পর্যটক, সেলেব্রিটি ও অ্যাডভেঞ্চারপ্রিয় তরুণ-তরুণীদের বড় অংশ। এতদিন ধর্ম-বর্ণ-জাতির বেড়া সরিয়ে যে আয়োজন সার্থক মিলনমেলা হয়ে উঠেছিল, এবার তা সীমান্তের বেড়াজালও ঘুচিয়ে দিল।
VIDEO | Maha Kumbh 2025: A group of 68 Pakistani Hindus have arrived in Prayagraj to take holy dip in Triveni Sangam.
— Press Trust of India (@PTI_News) February 6, 2025
"We are fortunate to have come here from Sindh to take holy dip... the arrangements here are very good. We have got comfortable tent for staying and getting… pic.twitter.com/4Opcc5Yuln
পিটিআই সূত্রের খবর, বৃহস্পতিবার পাকিস্তান থেকে ভারতে আসেন ৬৮ জন হিন্দু পুণ্যার্থী। তাঁরা সকলেই সিন্ধ অঞ্চলের বাসিন্দা। দলের তরফ থেকে গোবিন্দ রাম মাকিজা বলেন, ‘সিন্ধ থেকে এতদূর এসে সঙ্গমস্নান সারতে পেরেছি, তার জন্য আমরা নিজেদের ভাগ্যবান মনে করছি। আয়োজন খুবই সুচারু ও সুন্দর। আমরা থাকার জন্য যথেষ্ট আরামদায়ক তাঁবু পেয়েছি। তা ছাড়া খাবারদাবারও যথেষ্ট সুস্বাদু।‘