শেষ আপডেট: 17th January 2025 11:49
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াগরাজে চলতি মহাকুম্ভ মেলায় ইতিমধ্যেই তীর্থযাত্রীদের ঢল নেমেছে। ১৪৪ বছর পর প্রথমবার আয়োজিত এই মহাযজ্ঞে দেশ-বিদেশ থেকে কোটি কোটি পূণ্যার্থী এসেছেন। মকর সংক্রান্তির দিনেই প্রায় সাড়ে তিন কোটি মানুষ গঙ্গাস্নান সেরেছেন। তবে মহাকুম্ভ এখনও শেষ হয়নি। মেলা চলবে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত। এর মধ্যেই আজ, ১৭ জানুয়ারি, কুম্ভমেলায় শুরু হচ্ছে এক বিশেষ আচার—নাগা সাধুদের নিয়োগ প্রক্রিয়া।
নাগা সাধু নিয়োগের বিশেষ আচার
মৌনী অমাবস্যার আগে সাতটি শৈব ও উদাসীন আখড়ায় নতুন নাগা সাধুদের নিয়োগ করা হবে। আজ থেকে জুনা আখড়ায় শুরু হচ্ছে এই আচার-অনুষ্ঠান। ধর্মীয় প্রথা মেনে, নাগা সাধু হতে ইচ্ছুক সাধুদের ১০৮ বার গঙ্গায় ডুব দিয়ে পরীক্ষা দিতে হবে। জানা গিয়েছে, এই প্রক্রিয়ায় প্রায় ১৮০০ সাধু নাগা সন্ন্যাসী হিসাবে দীক্ষা নেবেন।
দীক্ষার প্রক্রিয়াটি কী রকম?
আজ থেকে শুরু হয়ে ১৯ জানুয়ারি নাগাদ চলবে দীক্ষার প্রক্রিয়া। প্রথমে সাধুরা আখড়ার ধর্মীয় পতাকার নীচে ২৪ ঘণ্টার তপস্যায় বসবেন। এই সময় তারা অন্ন বা জল গ্রহণ করতে পারবেন না। এরপর গঙ্গায় ১০৮ বার ডুব দিয়ে অমৃতস্নান করতে হবে। অমৃতস্নানের পরে ক্ষৌরকর্ম, বিজয় হবন ও যজ্ঞ অনুষ্ঠিত হবে। আচার্য মহামণ্ডলেশ্বরের হাতে সন্ন্যাসে দীক্ষা নিয়ে তারা নাগা সাধুতে রূপান্তরিত হবেন। ১৯ জানুয়ারি সকালে কটিবস্ত্র খুলে দিগম্বর রূপ ধারণ করবেন তারা।
নাগা সাধুদের পোশাকহীন দিগম্বর জীবনধারণ অথবা নির্দিষ্ট পোশাক পরে থাকার বিকল্প দেওয়া হয়। যাঁরা পোশাক পরিধান করেন, তাঁরা শুধুমাত্র অমৃতস্নানের সময় দিগম্বর রূপে গঙ্গাস্নান করেন। মহানির্বাণী, নিরঞ্জনী, অটল, অগ্নি, আবাহন সহ উদাসীন আখড়াগুলিতে ধর্মীয় রীতিনীতি মেনে দীক্ষা সম্পন্ন হবে। এই আচার শুধু সাধুদের নতুন পরিচয়ই দেয় না, মহাকুম্ভ মেলার ঐতিহ্য ও আধ্যাত্মিক মহিমাকেও নতুনভাবে প্রতিষ্ঠা করে।