মোদী ও ট্রাম্প।
শেষ আপডেট: 14th February 2025 09:42
দ্য ওয়াল ব্যুরো: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসার ঘণ্টা কয়েক আগে ফের রফতানি শুল্ক নিয়ে সরব হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দিয়েছিলেন, পাল্টা শুল্ক বসানোর। সেই তালিকায় ভারত উপরের দিকেই আছে, এমন কথাও বলছিলেন। ফলে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের আলোচনার প্রাপ্তি নিয়ে সংশয় দেখা দিয়েছিল।
শেষ পর্যন্ত আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেই দাবি দু'পক্ষের। যৌথ সাংবাদিক সম্মেলনে ঘোষণা করা হয়েছে দুই দেশই শুল্ককে পরস্পরের জন্য গ্রহণযোগ্য করার সিদ্ধান্তে সহমত হয়েছে। এর ফলে বাণিজ্য ঘাটতি কমে আসবে।
মোদী আমেরিকা রওনা হওয়ার আগেই ভারত গোটা কুড়ি মার্কিন পণ্যে শুল্ক কমিয়ে দিয়েছিল। বৃহস্পতিবারের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ভারত শুল্ক আরও কমাতে পারে। পরিবর্তে ভারত কম দামে মার্কিন জ্বালানি ও যুদ্ধাস্ত্র পাবে।
মোদী-ট্রাম্প বৈঠকে ঠিক হয়েছে ভারত আমেরিকার কাছ থেকে এফ-৩৫ যুদ্ধ বিমান কিনবে। এই ব্যাপারে দুই দেশের মধ্যে চূড়ান্ত আলোচনা শেষে 'ডিফেন্স ডিল, ২০২৫' ঘোষণা করা হবে।
বৈঠকে ট্রাম্পের 'মাগা' অর্থাৎ 'মেক আমেরিকা গ্রেট এগেইন' কর্মসূচি নিয়ে কথা হয়। মার্কিন প্রেসিডেন্ট তাঁর এই ঘোষণার কথা উল্লেখ করে মোদীকে বলেন, এই সংকল্প পূরণের মাধ্যমে 'মিগা' অর্থাৎ 'মেক ইন্ডিয়া গ্রেট এগেইন' প্রত্যাশা পূরণ সম্ভব। ট্রাম্প বোঝাতে চান, আমেরিকার সমৃদ্ধিলাভের ফলে ভারতও উপকৃত হবে।
জবাবে প্রধানমন্ত্রী মোদী তাঁর ১৯৪৭-এ বিকশিত ভারত সংকল্পের কথা উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্টের কাছে। আসে 'মেক ইন ইন্ডিয়া' অর্থাৎ বিদেশি কোম্পানির ভারতে উৎপাদন কর্মসূচির প্রসঙ্গ।