সংগৃহীত ছবি
শেষ আপডেট: 9th March 2025 13:16
দ্য ওয়াল ব্যুরো: স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে নিজে আত্মঘাতী হয়েছিলেন অভয় রাজ যাদব। তাঁর ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছিল বাড়ি থেকেই। পরিবারের তরফে শেষকৃত্যের কাজ চলছিল শুক্রবার। পরেরদিন ভোরে তাঁর দাদুর দেহ পাওয়া গেল তাঁরই চিতার ওপরে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মধ্যপ্রদেশের সিধি জেলায়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
ডেপুটি পুলিশ সুপার গায়েত্রী ত্রিপাঠি জানান, অভয় রাজ যাদব কেন তাঁর স্ত্রী সবিতা যাদবকে খুন করেছিল সেবিষয়ে জানা যায়নি। সেই ঘটনার তদন্ত হচ্ছে। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলা হচ্ছে। কিন্তু শেষকৃত্যের দিন আরেক ঘটনা হয়।
শুক্রবার যখন অভয় রাজ যাদবের শেষকৃত্যের কাজ চলছিল, তখন প্রথমের দিকে বাড়িতেই ছিলেন তাঁর দাদু রমাবতার যাদব। রাতের দিকে নিখোঁজ হয়ে যান। শনিবার ভোরে খোঁজ শুরু হয়। কোথাও খুঁজে না পেয়ে সকলে মৃতদেহ দাহ করার স্থানে যায় পরিবারের সদস্যরা। সেখানেই রমাবতার যাদবকে চিতায় পুড়তে দেখেন।
তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ পৌঁছতে পৌঁছতে রমাবতারের শরীরের সমস্ত অংশই পুড়ে ছাই হয়ে যায়।
এই ঘটনারও তদন্ত শুরু করেছে পুলিশ। তিন তিনটে মৃত্যুর পিছনে কারণ খুঁজে বের করার চেষ্টা হচ্ছে।