শেষ আপডেট: 6th April 2024 18:19
দ্য ওয়াল ব্যুরো: তাঁরা আইনত স্বামী-স্ত্রী নন, দীর্ঘদিন লিভ ইন সম্পর্কে ছিলেন। কিন্তু বিচ্ছেদের পর সেই মহিলা পার্টনারও খোরপোষ পাওয়ার অধিকারী হবেন। সম্প্রতি মধ্যপ্রদেশ হাইকোর্ট এমনটাই রায় দিয়েছে।
নিম্ন আদালত এক যুবককে বিচ্ছেদের পর তাঁর লিভ ইন পার্টনারকে ভরণপোষণের জন্য মাসিক ১৫০০ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিল। ট্রায়াল কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন ৩৮ বছরের যুবক। সংশ্লিষ্ট মামলাটিতে যুবকের আর্জি খারিজ করে দেন হাইকোর্টের বিচারপতি জেএস আলুওয়ালিয়া। সঙ্গে উচ্চ আদালত জানায়, কোনও যুগল যদি আইনত বিবাহিত নাও হন, তাহলেও দীর্ঘদিন লিভ ইন সম্পর্কে থাকলে সঙ্গিনী খোরপোষ পাওয়ার যোগ্য পাবেন।
বছর ৪৮-এর অনিতা বোপচের সঙ্গে শৈলেশ বোপচের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। যুগলের একটি সন্তানও রয়েছে। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে শৈলেন আবেদন করেন, তাঁদের যে মন্দিরে বিয়ে হয়েছিল তা আদালতে প্রমাণ করতে পারেননি অনিতা। আর এই প্রেক্ষিতেই খোরপোষ দেওয়ার রায়কে চ্যালেঞ্জ জানিয়েছেন শৈলেন।
যদিও শৈলেশ এবং অনিতার আইনত বিয়ে হয়েছিল কিনা তা নিয়ে নিশ্চিত ছিল না নিম্ন আদালত। তবে যেহেতু দীর্ঘদিন যুগল একসঙ্গে ছিলেন, তাঁদের একটি সন্তানও রয়েছে, তাই সেই প্রেক্ষাপটে অনিতা খোরপোষ পাওয়ার অধিকারী বলে জানায় ট্রায়াল কোর্ট।
নিম্ন আদালতের নির্দেশকেই মান্যতা দিয়েছেন বিচারপতি আলুওয়ালিয়া। হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে, যুগল আইনত স্বামী-স্ত্রী না হলেও দীর্ঘদিন একসঙ্গে ছিলেন। তাই ট্রায়াল কোর্টের নির্দেশে কোনও ভুল নেই। দীর্ঘদিন লিভ ইন সম্পর্কে থাকলেও বিচ্ছেদের পর মহিলা পার্টনার খোরপোষ পাওয়ার যোগ্য।