শেষ আপডেট: 17th February 2024 17:04
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা নির্বাচনের আগে আবারও কি ভাঙন কংগ্রেসে? এবার প্রশ্ন উস্কে দিলেন দলের বর্ষীয়ান নেতা কমলনাথ। শনিবার দিল্লি এসে পৌঁছেছেন তিনি। কমলনাথের দিল্লি-যাত্রাতেই জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। তার আগে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক হতে পারে তাঁর। কমলনাথের ছেলে নকুলনাথ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে কংগ্রেসের নাম মুছে দিয়েছেন।
চলতি সপ্তাহেই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহ্বাণ। এ বার সপুত্র কমলও সেই পথ অনুসরণ করতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে। গত এক সপ্তাহে মধ্যপ্রদেশে দীনেশ আহিরওয়ার, রাকেশ কাটারের মতো প্রভাবশালী নেতারা সব দল ছেড়েছেন। কমলনাথ দল ছাড়লে লোকসভা ভোটের আগে কংগ্রেসের কাছে তা বড় ধাক্কা হবে নিশ্চিত ভাবেই।
মধ্যপ্রদেশের রাজনীতিতে কমলনাথকে নিয়ে বিরাট জল্পনা চলছে। কমলনাথের ঘনিষ্ঠ এক বিধায়ক দাবি করেছেন যে সপুত্র কমলনাথ ১৯ ফেব্রুয়ারি বিজেপিতে যোগ দিতে পারেন। যদিও এখনও পর্যন্ত বিজেপি ও কমলনাথের পক্ষ থেকে এ নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মধ্যপ্রদেশের বিজেপি প্রধান ভিডি শর্মা শুক্রবারই বলেছিলেন, সে রাজ্যের বেশ কয়েকজন কংগ্রেস নেতা বিজেপিতে যোগ দিচ্ছেন৷ তারপরেই কমলনাথে এক্স হ্যান্ডেল থেকে দলের নাম মুছে দেওয়া ও সপুত্র দিল্লি যাত্রা নিয়ে কানাকানি শুরু হয়ে গেছে।
কমলনাথকে নিয়ে বেশ কিছুদিন ধরেই দলের অন্দরে অস্বস্তি বাড়ছিল। সূত্রের খবর, কমলনাথ রাজ্যসভায় প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু কংগ্রেস তাকে টিকিট দেয়নি। কংগ্রেস অশোক সিংকে রাজ্যসভার প্রার্থী করেছে। গত বছর বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশে দলের হারের জন্য কমলনাথকেই কাঠগড়ায় তুলেছিলেন অলোক শর্মা। এর পর, চলতি সপ্তাহেই মধ্যপ্রদেশ কংগ্রেসে ভাঙন শুরু হয়। প্রাক্তন বিধায়করা একে একে ইস্তফা দিতে থাকে। এর পরই কমলনাথ এবং নকুলনাথকে নিয়ে জল্পনা শুরু হয়। গতকালই এই প্রসঙ্গে কংগ্রেসের আরেক প্রবীণ নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং জানান, কমল নাথের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। তিনি বলেন, “যে ব্যক্তি নেহরু-গান্ধী পরিবারের হাত ধরে রাজনৈতিক কেরিয়ার শুরু করেছিলেন,সবসময় দলের পাশে থেকেছেন, তিনি কংগ্রেস ছেড়ে দেবেন, এটা কী করে আশা করা যায়? এরকম কিছু আশা করাই উচিত নয়।”