শেষ আপডেট: 11th January 2025 07:54
দ্য ওয়াল ব্যুরো: গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন পাঞ্জারের লুধিয়ানার বিধায়ক গুরপ্রীত গোগী। শুক্রবার মাঝরাতে লুধিয়ানার বাড়িতেই গুলিবিদ্ধ হন আম আদমি পার্টির এই বিধায়ক। সঙ্গে সঙ্গেই স্থানীয় মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ খতিয়ে দেখছে, বিধায়ক আত্মহত্যা করেছেন না কি আচমকা পিস্তল থেকে গুলি বেরিয়ে গিয়েছে। বিধায়কের স্ত্রী পুলিশকে জানিয়েছেন, গুলিবিদ্ধ হওয়ার সময় তাঁর স্বামী ঘরে একাই ছিলেন। তিনি রাতের খাবার খাওয়ার পর নিজের লাইসেন্সধারী পিস্তলটি পরিস্কার করতে বসেছিলেন। গুলির শব্দ শুনে তিনি স্বামীর ঘরে গিয়ে দেখেন গুরপ্রীত রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
মাঝবয়সি গুরপ্রীত দীর্ঘদিন কংগ্রেসে ছিলেন। ২০২৩-এ তিনি আপে যোগ দেন। লুধিয়ানা থেকে আপের টিটিকে বিজয়ী এই বিধায়ক এলাকায় বেশ জনপ্রিয় ছিলেন।
পুলিশ খতিয়ে দেখছে কেন তিনি গভীর রাতে পিস্তল পরিস্কার করছিলেন। সত্যিই এটি দুর্ঘটনা নাকি তিনি আত্মহত্যা করেছেন তা খতিয়ে দেখছেন তদন্তকারী। খুনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। তিনি খাবার টেবিলে বসে পিস্তল পরিস্কার করার সময় বাইরে থেকে কেউ গুলি করেছে কি না সে বিষয়টিও তদন্তে খতিয়ে দেখছে পুলিশ। এ সব প্রশ্নের কিছুটা জবাব মিলতে পারে ময়না তদন্তের রিপোর্টে।