শেষ আপডেট: 9th September 2024 09:51
দ্য ওয়াল ব্যুরো: দেশের ট্রেন দুর্ঘটনার সংখ্যা নেহাত কম নয়। বিগত কয়েক বছরে একাধিক বড় দুর্ঘটনার খবর সকলকে নাড়িয়ে দিয়েছে। আরও একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যেতে পারত রবিবার। যদিও এটি নিছক দুর্ঘটনা না কোনও ষড়যন্ত্র, তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। কারণ রেললাইনে রাখা ছিল সিলিন্ডার! কপাল জোরে বেঁচে গেছে কালিন্দি এক্সপ্রেস।
উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে হরিয়ানার ভিওয়ানির দিকে যাচ্ছিল ট্রেনটি। কানপুরের কাছে বড় দুর্ঘটনার হাত থেকে কোনও রকমে রক্ষা পেয়েছে সেটি। এই জায়গাতেই রেললাইনের ওপর রাখা ছিল একটি এলপিজি সিলিন্ডার, তার পাশে পেট্রোল এবং দেশলাই! তাতে সজোরে ধাক্কা মারে ট্রেন। সিলিন্ডারটি অন্তত ৫০-৬০ মিটার দূরে গিয়ে পড়ে। এরপর এমারজেন্সি ব্রেক মেরে ট্রেন থামাতে সক্ষম হন চালক।
ট্রেন ঠিক সময় মতো না থামলে কত বড় দুর্ঘটনা ঘটতে পারত তা আন্দাজ করাই যায়। কিন্তু রেললাইনে কারা সিলিন্ডার রাখল? এই প্রশ্নের উত্তর অবশ্য এখনও মেলেনি তবে কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে ট্রেন দুর্ঘটনা ঘটাতে চেয়েছিল এমন আশঙ্কাই করা হচ্ছে। কারণ, রেললাইনের পাশের জঙ্গলে কয়েকজন বসে ছিল বলে দাবি করেছেন একাধিক ট্রেন যাত্রীরা। এই ঘটনার খবর পেয়েই রেলপুলিশ এবং রেল আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। তাঁরা বিষয়টির তদন্ত শুরু করেছেন।
রেলের ইজ্জতনগর ডিভিশনের জনসংযোগ আধিকারিকের কথায়, সিলিন্ডারের পাশে পেট্রোল পড়ে ছিল বলে দাবি করা হয়েছে। যদিও সেটি আদতে জ্বালানি কিনা তা স্পষ্ট নয়। তাঁরা বিষয়টি খতিয়ে দেখছেন। তবে ট্রেন লাইনে দেশলাই এবং কিছু দাহ্যবস্তু মিলেছে বলে নিশ্চিত করা হয়েছে। এতেই মনে করা হচ্ছে, ওই ট্রেনটিকে দুর্ঘটনার কবলে ফেলার পরিকল্পনা করা হয়েছিল। গোটা বিষয়টি ঘুম উড়িয়েছে কালিন্দি এক্সপ্রেসের যাত্রীদের। সকলের ভাবছেন, চালক যদি ট্রেন না থামাতে পারতেন তাহলে কী হতে পারত...