শেষ আপডেট: 20th October 2024 12:32
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির সেনা স্কুলের সামনে বিস্ফোরণ। ক্ষতিগ্রস্ত স্কুলটির দেওয়াল। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক টিম ও দিল্লি পুলিশের স্পেশাল সেল। ঠিক কী কারণে বিস্ফোরক ও কী থেকে বিস্ফোরণ, তা খতিয়ে দেখা হচ্ছে। হতাহতের কোনও খবর নেই।
রবিবার সকালে প্রশান্ত বিহারের একটি সিআরপিএফ স্কুলে কাছে বিস্ফোরণটি হয়। বিকট শব্দে ঘুম ভাঙে আশপাশের এলাকার লোকজনের। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে বাড়ির জানলার কাচ, পার্ক করা গাড়ি কেঁপে ওঠে।
স্থানীয়রাই পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল থেকে বিস্ফোরক বা সেই জাতীয় কিছু এখনও পর্যন্ত উদ্ধার হয়নি বলে জানা গেছে। পুলিশ খতিয়ে দেখছে বিষয়টি। রবিবার স্কুল বন্ধ থাকায় বড়সড় বিপদ হয়নি। তবে, স্কুলের একটি দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে।
এবিষয়ে দিল্লি পুলিশ একটি বিবৃতি প্রকাশ করে জানায়, ৭.৪৭ নাগাদ একটি ফোন আসে, বিস্ফোরণের কথা জানানো হয়। পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, পোড়া গন্ধ রয়েছে এবং স্কুলটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত। দমকলের ইঞ্জিন পাঠানো হয়েছে, রয়েছে বম্ব স্কয়্যাডের সদস্যরা। বিষয়টি খতিয়ে দেখছে ক্রাইম টিম, এফএসএল টিম।
পুলিশের তরফে আরও জানানো হয়, বিস্ফোরণের এলাকা ঘিরে দেওয়া হয়েছে। পুরো বিষয়টির তদন্ত হচ্ছে। এলাকার জলের পাইপ, সেচ ব্যবস্থা-সহ আরও কিছু বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ন্যাশনাল সিকিওরিটি গার্ডের টিমকে খবর দেওয়া হয়েছে। খুব শীঘ্রই তারাও এলাকায় পৌঁছবে।