এআই-১৭১ নম্বরের এই বিমানটি দুপুর ১টা ৩৮ মিনিটে অমদাবাদ বিমানবন্দর (Ahmedabad Plane Crash) থেকে ওড়ে। সেটি ব্রিটেনের গ্যাটউইক বিমানবন্দরে উদ্দেশে রওনা দিয়েছিল।
যা বলছেন প্রত্যক্ষদর্শীরা
শেষ আপডেট: 12 June 2025 11:29
দ্য ওয়াল ব্যুরো: "হঠাৎ একটা প্রচণ্ড শব্দ। এমনভাবে কেঁপে উঠল এলাকাটা, ঠিক যেন ভূমিকম্প।" এয়ার ইন্ডিয়া বিমান (Air India Plane Crash) ভেঙে পড়ার সময়টা যেন কিছুতেই ভুলতে পারছেন না বিমানবন্দর সংলগ্ন এলাকার বাসিন্দারা। আতঙ্ক ভরা গলায় তাঁরা জানিয়েছেন, "আমরা বাড়ির ভিতরেই ছিলাম। এরপর বাইরে ছুটে গিয়ে দেখি, চারদিকে মৃতদেহ ছড়ানো। কালো ধোঁয়ায় ভরে গেছে গোটা আকাশ। বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে সর্বত্র।"
এআই-১৭১ নম্বরের এই বিমানটি দুপুর ১টা ৩৮ মিনিটে অমদাবাদ বিমানবন্দর (Ahmedabad Plane Crash) থেকে ওড়ে। সেটি ব্রিটেনের গ্যাটউইক বিমানবন্দরে উদ্দেশে রওনা দিয়েছিল। ওড়ার পাঁচ মিনিটের মধ্যেই লোকালয়ের মধ্যে বিমানটি ভেঙে পড়ে। দূর থেকে আগুন এবং কালো ধোঁয়া দেখা যায়। ভেঙে পড়ার পর বিমানটিতে আগুন ধরে যায়।
আহতদের উদ্ধার করে স্থানীয় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অমদাবাদে বিমান ভেঙে পড়ার আগে এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি)-কে বিপদাবার্তা পাঠিয়েছিল (মে ডে কল)। জানা গিয়েছে, পাইলটের থেকে বিপদ সংকেত পেয়ে এটিসি যোগাযোগের চেষ্টা করে। কিন্তু আর যোগাযোগ করা যায়নি। তার পরই বিমান ভেঙে পড়ার খবর সামনে আসে।
দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)-এর তরফে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। উদ্ধারকারী দল ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালাচ্ছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, বিমানটির নিয়ন্ত্রণে ছিলেন ক্যাপ্টেন সুমিত সাবরওয়াল এবং ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্ডার। দু’জনের মিলিত উড়ান অভিজ্ঞতা ছিল ৯,৩০০ ঘণ্টারও বেশি। এত অভিজ্ঞ হাতে বিমানের রাশ থাকা সত্ত্বেও এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটায় উদ্বেগ তৈরি হয়েছে।