শেষ আপডেট: 30th December 2024 18:22
দ্য ওয়াল ব্যুরো: দেখতে দেখতে বছর শেষ। আর কয়েক প্রহরের অপেক্ষা। ১২ মাসজুড়ে থাকল নানা ঘটনা, দুর্ঘটনা, বিতর্ক। আর এরইমাঝে কালের নিয়মে বিদায় নিলেন নানা জগতের কিংবদন্তীরা। রেখে গেলেন কিছু স্মৃতির খোলামকুচি। বর্ষবিদায়ের অন্তিম লগ্নে তাঁদের ফিরে দেখল দ্য ওয়াল।
জানুয়ারি
উস্তাদ রশিদ খান: বছর শুরুতেই বিষাদের সুর। ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। ৯ জানুয়ারি মাত্র ৫৫ বছর বয়সে মৃত্যু হয় তাঁর।
শ্রীলা মজুমদার: এই বর্ষীয়ান অভিনেত্রীও ভুগছিলেন ক্যানসারে। ৬৫ বছর বয়সে লড়াই শেষ হয়। ২৭ জানুয়ারি মৃত্যু হয় তাঁর।
ফেব্রুয়ারি
সুহানি ভাটনাগর: দঙ্গল খ্যাত এই অভিনেত্রীর মৃত্যু হয় মাত্র ১৯ বছর বয়সে। বিরল রোগ ডার্মাটোমায়োসাইটিসে আক্রান্ত হয়েছিলেন তিনি। চিকিৎসা চলছিল এইমস, দিল্লিতে।
পঙ্কজ উদাস: দীর্ঘ অসুস্থতার পর ৭২ বছর বয়সে প্রয়াত হন গজল শিল্পী পঙ্কজ উদাস। শেষ সময়ে মুম্বইয়ে ছিলেন তিনি।
ঋতুরাজ সিং: ২০ ফেব্রুয়ারি মাত্র ৫৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয় অভিনেতার। বহু সিনেমা ও টিভি শোতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে।
মার্চ
ডলি সোহি (টেলিভিশন অভিনেত্রী): সার্ভাইকাল ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। লড়াই শেষ হয় মার্চে। তাঁর মৃত্যুর পর এই ক্যানসার নিয়ে সচেতনতামূলক প্রচার শুরু হয় দেশে।
অগস্ট
বুদ্ধদেব ভট্টাচার্য: ফুসফুসের সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে। ৮ অগস্ট গুরুতর অসুস্থ হন এবং ফুসফুসে সংক্রমণ থেকেই মৃত্যু বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীর।
সেপ্টেম্বর
সীতারাম ইয়েচুরি: বামফ্রন্ট নেতা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। ভুগছিলেন ফুসফুসের সমস্যায়। ১২ সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭২ বছর বয়সে।
বিপিন রেশমিয়া (সঙ্গীত পরিচালক): হিমেশ রেশমিয়ার বাবা ৮৪ বছর বয়সে প্রয়াত হন। একাধিক সিনেমায় কাজ করেছেন তিনি।
অক্টোবর
রতন টাটা: ভারতের অন্যতম বিশিষ্ট শিল্পপতি অসুস্থ ছিলেন শেষ কয়েকদিন। অক্টোবরে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর মতো এমন মানবদরদি মানুষকে হারিয়ে শোকস্তব্ধ হয় গোটা দেশ।
বাবা সিদ্দিকি: মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী ও এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে হত্যা করা হয় মুম্বইয়ের বান্দ্রায়। লরেন্স বিষ্ণোই গ্যাং এর দায়ভার নেয়।
অতুল পারচুরে: ৫৭ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এই বিখ্যাত কমেডিয়ানের। লড়াই চলছিল, সে খবর সবার কাছে থাকলেও, তাঁর অসময়ে চলে যাওয়া, মেনে নিতে পারেননি অনেকে।
নভেম্বর
শারদা সিনহা: ছট পুজোর গানের জন্য বিখ্যাত তিনি। ছট পুজোর ঠিক আগেই হঠাৎ অসুস্থ হন তিনি। ৭২ বছর বয়সে মৃত্যু হয় তাঁর।
মনোজ মিত্র: দীর্ঘদিন নানা শারীরিক সমস্যা ভোগার পর মৃত্যু হয় বর্ষীয়ান অভিনেতা, নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্রর। কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ডিসেম্বর
উস্তাদ জাকির হুসেন: ৭৩ বছর বয়সে ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিসে আক্রান্ত হয়ে সান ফ্রান্সিসকোর এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হন উস্তাদ। তাঁকে নিয়ে বলতে গেলে শব্দ কম পড়ে যেতে পারে। বছরের শেষে নক্ষত্র পতনে শোকস্তব্ধ হয় সংগীত জগত।
ডঃ মনমোহন সিং: ২৬ ডিসেম্বর দিল্লির এইমসে প্রয়াত হন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। হার্টের সমস্যা তাঁর। ওইদিন বিকেলের দিকে শারীরিক অবস্থার অবনতি হয়। পরে রাতে তাঁর মৃত্যু খবর প্রকাশ করেন চিকিৎসকরা। শেষকৃত্য সম্পন্ন হয় ২৮ তারিখ, শনিবার।