Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতার মতো প্রধানমন্ত্রী পার্টি আর সরকারি সভাকে গুলিয়ে ফেলেন না', খোঁচা দিলীপেরআত্মহত্যার হুমকি দিয়েছিলেন আগেই! ওড়িশায় ছাত্রী-মৃত্যুতে 'প্রাতিষ্ঠানিক হত্যা' বলছেন বিরোধীরা খেজুরির মেলায় দু'জনের মৃত্যুতে রাজনৈতিক তরজা, দ্বিতীয়বার ময়নাতদন্ত চেয়ে হাইকোর্টে পরিবারভারতে ঢুকল টেসলা, এসইউভি ওয়াই মডেল দিয়ে শুরু, দামের পুরো তালিকা দিল মাস্কের কোম্পানিমৃত্যু হয়েছিল অন্তত ১০ বছর আগে! হায়দরাবাদের কঙ্কাল কাণ্ডে মোড় ঘোরাল পুরনো ফোন, বাতিল নোটভারতে 'এন্ট্রি' নিল টেসলা, মুম্বইয়ে প্রথম শোরুম খুলল ইলন মাস্কের কোম্পানিক্যালিফোর্নিয়ার রাস্তায় 'মানুষের চামড়ার' টেডি বিয়ার! তদন্তে যা জানা গেলইউনুসের ১০ মাসে ৩৫৫৪ খুন, ৪১০৫ ধর্ষণ, বলছে বাংলাদেশ পুলিশ, উল্টো সুর প্রধান উপদেষ্টারবাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ার অভিযোগ, আটক কাকদ্বীপের ৩৪ জন মৎস্যজীবী, বাজেয়াপ্ত দু'টি ট্রলারগালওয়ান সংঘর্ষের পর প্রথমবার চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর
Lok Sabha Election 2024

১২ রাজ্যে পুরুষদের টেক্কা মহিলা ভোটারদের, শতায়ু পার ২ লাখের বেশি, নজর কাড়বে যুবরাও

এবার নির্বাচনে বেশ কিছু রাজ্য এমন রয়েছে যেখানে মহিলা ভোটারের সংখ্যা বেশি।

১২ রাজ্যে পুরুষদের টেক্কা মহিলা ভোটারদের, শতায়ু পার ২ লাখের বেশি, নজর কাড়বে যুবরাও

শেষ আপডেট: 16 March 2024 14:50

দ্য ওয়াল ব্যুরো: দেশের মোট ১২টি রাজ্যে পুরুষ ভোটারদের টেক্কা দিয়েছে মহিলা ভোটাররা। নির্বাচন কমিশন জানিয়েছে, এবছর লোকসভা ভোটে নতুন মহিলা ভোটারের সংখ্যা প্রায় ৮৫ লাখ। তবে, সার্বিকভাবে পুরুষ ভোটারের সংখ্যা বেশি। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, এ বছর লোকসভা ভোটে প্রথমবার ভোট দেবেন ১.৮৯ কোটি ভোটার। তার মধ্যে ৮৫ লাখই মহিলা।

এবার নির্বাচনে বেশ কিছু রাজ্য এমন রয়েছে যেখানে মহিলা ভোটারের সংখ্যা বেশি। এই মুহূর্তে দেশে প্রায় ৯৬.৮০ কোটি ভোটার রয়েছেন। এর মধ্যে মোট পুরুষ ভোটার ৪৯.৭০ কোটি। মহিলা ভোটারের সংখ্যা ৪৭.১০ কোটি। তৃতীয় লিঙ্গ বা ট্রান্সজেন্ডার ভোটারের সংখ্যা প্রায় ৪৮ হাজার। এবার যুব ভোটারদের সংখ্যা নজর কেড়েছে। যুব ভোটারের (২০-২৯ বছর বয়সি) সংখ্যা ১৯.৭৪ কোটি। তাৎপর্যপূর্ণ ভাবে এই যুব ভোটারদের মধ্যে আবার মহিলাদের সংখ্যা বেশি। প্রায় ৫ থেকে ৬ লাখ ভোটারের বয়স ১ এপ্রিলের আগেই ১৮ বছর হতে চলেছে। ফলে তারাও এই নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে।

বাংলাতেও পুরুষ ও মহিলা ভোটারের সংখ্যা প্রায় কাছাকাছি। বাংলায় এবার ভোটার সংখ্যা ৭.৫৯ কোটি। তাঁদের মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৩.৮৫ কোটি এবং মহিলা ভোটার রয়েছে ৩.৭৩ কোটি। অর্থাৎ মহিলা ভোটারের সংখ্যা এবার বেড়েছে।

জীবন সায়াহ্নে এসে ফের লোকসভা ভোট দেবেন এমন ভোটারের সংখ্যাও নেহাত কম নয়। শুধু শতায়ু নন, ভোটে বয়স্কদের ব্যাপক সংখ্যায় অংশগ্রহণের ব্যাপারে আশাবাদী কমিশন। সব মিলিয়ে এবার ৮২ লক্ষ ভোটার রয়েছেন যাঁদের বয়স ৮২ বছর বা তাঁর বেশি। শতায়ু করা ভোটারের সংখ্যাও ২ লাখের বেশি। বাংলায় ৮৫ বছর ও তার ঊর্ধ্বে ভোটার সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার। শতায়ু বা তার বেশি বয়সের ভোটার সংখ্যা প্রায় ৩ হাজার ৫৯৬। বিশেষভাবে শারীরিক ক্ষমতাসম্পন্ন ভোটার ৮৮.৪ লাখ। ৪০% শতাংশের বেশি যাদের প্রতিবন্ধকতা, তাঁরা বাড়ি থেকেই ভোট দিতে পারবেন। বাকিদের জন্য ভোটগ্রহণ কেন্দ্রে থাকবে হুইলচেয়ারের ব্যবস্থা।


ভিডিও স্টোরি