শেষ আপডেট: 27th March 2025 19:36
দ্য ওয়াল ব্যুরো: লোকসভায় পাশ হল ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল, ২০২৫।' এই বিলটির মাধ্যমে কেন্দ্র অভিবাসী ও বিদেশি সংক্রান্ত আইনকে পোক্ত করার চেষ্টা করছে। তাই পুরনো চারটি আইন প্রত্যাহার করে একটি আইনের মাধ্যমে ইমিগ্রেশনের গোটা বিষয়টি বেঁধে দেওয়া হয়েছে।
এর ফলে ভারতে আসা বিদেশিদের যাতায়াত, রেজিস্ট্রেশন ও ভিসা নিয়ন্ত্রণ করবে কেন্দ্র। তাতে দু’পক্ষের কাজই সহজ হবে বলে মনে করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার লোকসভায় বিলটি উপস্থাপন করেন। আলোচনার সময় বলেন, 'যাঁরা ভারতের উন্নয়নে অবদান রাখতে আসেন, তাঁদের স্বাগত জানানো হবে। তবে যাঁরা সমস্যা সৃষ্টি করতে আসেন—সে রোহিঙ্গা হোক বা বাংলাদেশি—তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'
স্বরাষ্ট্রমন্ত্রীর আরও দাবি, 'এই বিল সন্দেহজনক উদ্দেশে ভারতে আসা ব্যক্তিদের শনাক্ত করতে সাহায্য করবে।'
এক্ষেত্রে শাহ স্পষ্ট করে দেন, বহু ভারতীয় বিদেশে গিয়ে সেখানকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। যাঁরা ভাল কাজের জন্য ভারতে আসতে চান এবং দেশের উন্নয়নে অবদান রাখতে চান, তাঁদের জন্য সুনির্দিষ্ট আইনি কাঠামো থাকা প্রয়োজন।
বিল পাশের সঙ্গে সঙ্গে ভারতের অভিবাসন নীতি আরও সুসংহত ও আধুনিক হতে চলেছে বলে মনে করছেন বিশিষ্টরা।