শেষ আপডেট: 23rd July 2024 14:36
দ্য ওয়াল ব্যুরো: আজ ২৩ জুলাই ২০২৪-২৫ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এদিন সকাল ১১টায় বাজেটের শুরুতেই শিক্ষা বিষয়ক বাজেট ঘোষণা করেন নির্মলা। অর্থমন্ত্রী জানিয়েছেন, বাজেটে শিক্ষা এবং প্রশিক্ষণের জন্য ১.৪ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
এদিনের বাজেটে জানানো হয়েছে, দেশের মধ্যে উচ্চশিক্ষার জন্য পড়ুয়াদের ১০ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষাঋণ দিয়ে সাহায্য করবে কেন্দ্রীয় সরকার। যার জন্য প্রতি বছর ১ লক্ষ পড়ুয়াদের ই-ভাউচার দেওয়া হবে। ৩ শতাংশ সুদের হারে এই ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে বলে ঘোষণা করেন নির্মলা সীতারামন। একইসঙ্গে রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে কেন্দ্রের অর্থ সাহায্যে একটি প্রকল্প আনার কথাও বাজেটে জানানো হয়েছে। যেখানে ৫ বছর ধরে পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রসঙ্গত, এর আগে ২০২৩ সালের কেন্দ্রীয় বাজেটে শিক্ষার বাজেটে কেন্দ্র বরাদ্দ করেছিল ১,১২,৮৯৯ কোটি টাকা। যা আগেরবারের থেকে ১৩ শতাংশ বেড়েছিল। শিক্ষার জন্য ওই বাজেটের মোট বরাদ্দের ২.৯ শতাংশ। ২০২৪-২৫ এর অন্তর্বতী বাজেটের জন্য তা বেড়ে হয়েছিল ১,২০,৬২৭ কোটি টাকা।
শুধু শিক্ষা নয়, কর্মসংস্থানকে চাঙ্গা করতেও বাজেটে বড় ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। যাঁরা প্রথমবার চাকরিতে ঢুকছেন, তাঁদের জন্য বিশেষ সুবিধার কথা জানান সীতারামন। অর্থমন্ত্রী জানিয়েছেন, যাঁরা প্রথম চাকরিতে ঢুকছেন, তাঁদের প্রভিডেন্ট ফান্ডে এক মাসের বেতন দেওয়া হবে। তিনটি কিস্তিতে এই টাকা দেবে কেন্দ্রীয় সরকার। প্রথমবার ইপিএফও-তে নাম নথিভুক্ত হলেই, তিন বারের কিস্তিতে ১৫ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে। বেতন ১ লক্ষ টাকা পর্যন্ত হলেই এই সুবিধা মিলবে। এতে দেশের ২ কোটি ১০ লক্ষ যুবক যুবতী উপকৃত হবে বলে দাবি নির্মলার।