শেষ আপডেট: 12th February 2025 22:57
দ্য ওয়াল ব্যুরো: দুর্নীতি সর্বত্র। এদেশে এই কথা খুব একটা নতুন নয়। চুরি-দুর্নীতি নিয়ে হয় বিরোধীরা সরব হচ্ছে, না হয় পাল্টা সরকার প্রশ্ন তুলছে। অনেকের মুখেই শোনা যায়, দুর্নীতি সবচেয়ে বেশি ভারতেই হয়। একথা ঠিক নয়। সাম্প্রতিক কালের কিছু গবেষণা ও তা থেকে পাওয়া তথ্য বলছে, বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতি হয় অন্য একটি দেশে। তবে, সবচেয়ে কম দুর্নীতির দেশ হল ডেনমার্ক। তালিকায় রয়েছে ভারতও।
বিশ্বজুড়ে সরকারি খাতে দুর্নীতির চিত্র তুলে ধরতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তরফে সম্প্রতি প্রকাশ করা হয়েছে একটি রিপোর্ট। ২০২৪ সালের ওই রিপোর্টে দুর্নীতি ধারণা সূচক (CPI)-এর তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক। তারপরই রয়েছে ফিনল্যান্ড, সিঙ্গাপুর ও নিউজিল্যান্ড।
এই সমীক্ষার তালিকাটিতে ১৮০টি দেশ ও অঞ্চলের নাম রয়েছে। যাতে ভারতের স্থান ৩৮-তে। ২০২৩-এ ছিল ৩৯-এ। দিন দিন ভারতে দুর্নীতি বাড়ছে বলেই স্থান দ্রুত এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন অনেকে। এদিকে ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে পাকিস্তান রয়েছে ১৩৫-এ, শ্রীলঙ্কা রয়েছে ১২১-এ, বাংলাদেশ রয়েছে ১৪৯-এ ও চিন রয়েছে ৭৬-এ।
২০২৪ সালের রিপোর্ট বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও ভেনিজুয়েলার মতো দেশগুলোর অবস্থানও বদলেছে। যুক্তরাষ্ট্র ২০২৩ সালে ছিল ২৪-এ। এবার নেমে ২৮-এ এসেছে। স্কোর ৬৯ থেকে কমে হয়েছে ৬৫। ফ্রান্স চার পয়েন্ট কমে এসেছে ২৫-এ। আর জার্মানি তিন পয়েন্ট কমে ১৫-তে অবস্থান করছে। মেক্সিকো রয়েছে ২৬-এ ও রাশিয়া ২২-এ।
বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ
২০২৪ সালের এই সূচক অনুযায়ী সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হল দক্ষিণ সুদান। যার স্কোর মাত্র ৮। এর পরেই রয়েছে সোমালিয়া (৯), ভেনেজুয়েলা (১০) ও সিরিয়া (১২)।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্ট বলছে, বিশ্বব্যাপী দুর্নীতির মাত্রা অত্যন্ত উদ্বেগজনক। ২০১২ সাল থেকে মাত্র ৩২টি দেশ দুর্নীতি কমাতে সক্ষম হয়েছে, অথচ ১৪৮টি দেশ একই অবস্থানে রয়েছে বা পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটেছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দুর্নীতির প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দুর্নীতির কারণে জলবায়ু পরিবর্তনের জন্য বরাদ্দ অর্থের অপব্যবহার বা আত্মসাৎ হচ্ছে, যা উন্নয়নের পথে বড় বাধা সৃষ্টি করতে পারে আগামীদিনে।