শেষ আপডেট: 18th February 2025 19:22
দ্য ওয়াল ব্যুরো: গুজরাটের ভাবনগর-সোমনাথ জাতীয় সড়কে সোমবার একটি আকস্মিক ঘটনা ঘটেছে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা 'বনের রাজা' হেলেদুলে সেতু পার করে অন্য দিকে চলে যায়। কিছুক্ষণ পরে, সিংহটি ঢালু পথে নেমে একটি মন্দির চত্বরে ঢুকে পড়ে। স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গিয়েছে, এই ঘটনা অমরেলি জেলার গির অরণ্যের সীমান্তে ঘটেছে।
এই দৃশ্যটি এক প্রত্যক্ষদর্শী ক্যামেরাবন্দি করেন। এবং তারপর সেটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের ভাইরাল হয়ে যায়। সিংহটি রাস্তা পার করার সময় রাস্তার এক ধারে সমস্ত গাড়ি দাঁড়িয়ে যায়। প্রায় ১৫ মিনিট সড়কপথে যান চলাচল বন্ধ ছিল, পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
जब निकले जंगल के महाराज
— Ajit Singh Rathi (@AjitSinghRathi) February 18, 2025
सड़क पर थम गई वाहनों की रफ्तार
यह दृश्य भावनगर-सोमनाथ हाईवे का है। सड़क पार करनी थी तो वाहन ऐसे रुक गए जैसे वीवीआईपी के लिए रूट लगा दिया गया हो। #Bhavnagar #Somnath #gujrat pic.twitter.com/whpmcFeMDr
গির অরণ্যের সংলগ্ন এলাকায় সিংহদের মানুষের আবাসস্থলে প্রবেশ এবং গৃহপালিত পশু শিকার করার ঘটনা বেশ সাধারণ। স্থানীয়রা জানাচ্ছেন, অমরেলি জেলার এই অঞ্চলে বন্যপ্রাণীর আনাগোনা বাড়ছে, এবং কিছুদিন আগেই একটি সেতুর কাছে সিংহের দেখা মিলেছিল। ভাবনগর-সোমনাথ মহাসড়কে সিংহদের অপ্রত্যাশিত চলাচলের কারণে কিছু সিংহ আহত হওয়ারও খবর রয়েছে।