শেষ আপডেট: 6th December 2024 10:58
দ্য ওয়াল ব্যুরো: হাসপাতালে মর্মান্তিক কাণ্ড। সন্তানের জন্ম হওয়ার পরে লেবার রুম থেকে সাধারণ ওয়ার্ডে নিয়ে আসা হচ্ছিল সদ্যপ্রসূতি মাকে। সে সময়ে ছিঁড়ে গেল লিফ্টের বেল্ট (Lift Crash)। সটান নীচে পড়ে মাথায় গুরুতর চোট লাগে ৩০ বছরের ওই তরুণীর। মারা যান তিনি।
বৃহস্পতিবার উত্তরপ্রদেশের মীরাটের হাসপাতালের এই ঘটনায় হইচই পড়ে গেছে এলাকায়। শাস্ত্রীনগরের ক্যাপিটাল হাসপাতালের দুর্ঘটনার পরে লিফ্টে আটকে থাকা লোকজন চিৎকার করতে শুরু করেন। কেউ কেউ লিফট খুলতে চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে লিফ্ট রক্ষণাবেক্ষণকারী একটি দল এসে তাদের উদ্ধার করে।
কিন্তু করিশ্মা নামের ওই মহিলা স্ট্রেচারে থাকা অবস্থাতেই এমন ভাবে আছড়ে পড়েছেন, মাথায় গুরুতর আঘাত লাগে তাঁর। অন্য হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হলেও শেষরক্ষা হয়নি। আঘাতজনিত কারণে তিনি মারা যান।
ঘটনার পরে করিশ্মার পরিবারের ক্ষুব্ধ আত্মীয়স্বজনরা হাসপাতাল ভাঙচুর করতে শুরু করেন। ডাক্তার ও কর্মীরা হাসপাতাল ছেড়ে পালিয়ে যান। হাসপাতালের সামনে থাকা একটি পুলিশ পোস্ট থেকে পুলিশ দ্রুত এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।