শেষ আপডেট: 5th January 2025 16:23
দ্য ওয়াল ব্যুরো: মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল গুজরাত। স্ট্যাচু অফ ইউনিটির কাছে একটি চিতাবাঘের হামলায় মৃত্যু হল কৃষ্ণসার হরিণের। ভয়ে মারা গেল আরও সাত। খেই হারিয়ে ফেলেছে বন দফতর। কোথা থেকে কী হয়ে গেল বুঝতেই পারছেন না তাঁরা। এখনও ঘটনার কথা ভাবলে অবাক হচ্ছেন।
বন দফতর সূত্রে খবর, ২-৩ বছর বয়স হবে ওই চিতাবাঘটির। হঠাৎই ১ জানুয়ারি ভোরের দিকে পার্কের পাঁচিল টপকে ভিতরে ঢোকে। একটি কৃষ্ণসার হরিণকে হত্যা করে। যা দেখে শক পেয়ে মৃত্যু হয় আরও সাতটি কৃষ্ণসার হরিণের। আটটি হরিণের দেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। পরে কবর দেওয়া হয়।
এবিষয়ে ডেপুটি কনসারভেটর অফ ফরেস্ট অগ্নিশ্বর ভ্যাস বলেন, 'এই কেভাদিয়া ডিভিশন চিতাবাঘের জন্য বিখ্যাত। এখানে এমন ঘটনা এই নতুন। বহু বছর ধরেই এখানে চিতাবাঘ ও হরিণ রয়েছে।'
এই ঘটনার পর কিছুদিন পার্ক বন্ধ থাকে। পর্যটকদের ঢুকতে দেওয়া হয়নি। পরে আবার পরিস্থিতি স্বাভাবিক হয়। পার্কে ৪০০ সিসিটিভি ক্যামেরা রয়েছে। ২৪ ঘণ্টা তা মনিটর করা হয়। চিতাবাঘ এলেই তা দ্রুত ক্যামেরায় ধরা পড়ে।
অগ্নিশ্বর ভ্যাস জানান, চিতাবাঘটি এখনও এলাকা থেকে চলে গেছে কিনা সে নিয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে, মনে করা হচ্ছে আর এই এলাকায় নেই।