শেষ আপডেট: 6th January 2025 18:18
দ্য ওয়াল ব্যুরো: প্রায় ২৯ লক্ষের একটি ও ৪৪ লক্ষ টাকার আরও ১০টি টিভিসহ ৩৩ কোটি টাকা খরচ করে দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সরকারি বাসভবন সংস্কার নিয়ে নির্বাচনের মুখে আদাজল খেয়ে নেমে পড়েছে বিজেপি। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে বস্তিবাসীদের জন্য একটি আবাসনের উদ্বোধন করে বলেছিলেন, আমি ইচ্ছা করলে নিজের জন্য শীশমহল বানাতে পারতাম। কিন্তু, তা করিনি, দেশের মানুষের মাথার উপর ছাদ গড়ে তোলার কাজ করেছি।
সেই থেকে দিল্লি ভোটের ময়দানে আম আদমি পার্টি ও বিজেপির মধ্যে তুমুল তরজা চলছে। এর মধ্যেই কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের বা চলতি কথায় ক্যাগ রিপোর্টে অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী থাকাকালীন সরকারি বাসভবন সংস্কার নিয়ে দেদার অর্থ খরচের অনুমিত ব্যয়ের কথা উল্লেখ করা হয়েছে। প্রাথমিকভাবে সংস্কার খরচ ৭.৯ কোটি টাকা ধরা হলেও মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন ঢেলে সাজতে ৩৩ কোটি টাকা খরচ হয়েছে।
এনিয়ে সোমবার বিজেপি আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালকে অ্যাডভার্টাইজমেন্ট বাবা বলে কটাক্ষ করেছে। বিজেপি এমপি সম্বিত পাত্র এদিন বলেন, আজ থেকে অরবিন্দ কেজরিওয়ালকে বিজ্ঞাপন বাবা নামে ডাকা যেতে পারে। কারণ দিল্লি সরকার বিজনেস ব্লাস্টার নামে একটি প্রকল্পে খরচ করেছিল ৫৪ কোটি টাকা। আর এই প্রকল্পের বিজ্ঞাপন বাবদ খরচ করেছিল ৮০ কোটি টাকা।
দিল্লির মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন ২০২০ সালে ঢেলে সাজার কাজ শুরু হয়। যখন কোভিড ১৯-এর ফলে দেশের যাবতীয় নির্মাণকাজ বন্ধ ছিল, সেই সময়টাতেই তা করা হয়েছিল বলে বিজেপির অভিযোগ। অডিটে ধরা পড়েছে, মুখ্যমন্ত্রীর বাড়ির জন্য একটি ৮৮ ইঞ্চি ওলেড টিভি কেনা হয়েছে ২৮.৯ লক্ষ টাকায়। এছাড়া আরও ১০টি ওলেড টিভি কেনা হয় ৪৩.৯ লক্ষ টাকা খরচে। একটি সামসাঙের ফ্লেক্স ফ্যামিলি হাব ফ্রেঞ্চ মাল্টি ডোর রেফ্রিজারেটরের দাম ৩.২ লক্ষ টাকা। একটি মাইক্রোওয়েভ ওভেন কেনা হয়েছে ১.৮ লক্ষে। দুটি স্টিম ওভেনের দাম ৬.৫ লক্ষ টাকা। একটি ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনের দাম ১.৯ লক্ষ টাকা এবং ১০টি খাট ও সোফার দাম পড়েছে ১৩ লক্ষ টাকা।
দিল্লির পিডব্লুডি যারা এই সংস্কারকাজ করেছিল তারা একটি জাকুজি, সনা এবং স্পায়ের ব্যবস্থা করেছিল, যার খরচ পড়েছে ১৯.৫ লক্ষ টাকা। এছাড়া সাতটি পরিচারক কোয়ার্টার্স নির্মাণে অতিরিক্ত খরচ হয়েছিল ১৯.৮ কোটি টাকা। আর এনিয়েই কংগ্রেস এবং বিজেপি উঠেপড়ে অরবিন্দ কেজরিওয়ালের শীশমহল নিয়ে ভোটের অস্ত্র করেছে। গত তিনদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুবার এই শীশমহল নিয়ে আপ আহ্বায়ককে নিশানা করেন।