শেষ আপডেট: 1st March 2025 16:34
দ্য ওয়াল ব্যুরো: টানা ৭৫ ঘণ্টা তল্লাশির পর বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতার করা হয় পুণের ধর্ষণকাণ্ডে (Pune Rape Case) অভিযুক্তকে। শিরুর এলাকার একটি ধানখেত থেকে তাঁকে পাকড়াও করেন তদন্তকারীরা। শনিবার তাকে আদালতে তোলা হলে সওয়াল-জবাবে অভিযুক্তের আইনজীবী (Lawyer) দাবি করে পুণে মহিলাকে ধর্ষণ করা হয়নি।
এদিন এজলাসে অভিযুক্তের পক্ষে সওয়াল করে আইনজীবী সাজিদ শাহ বলেন, মহিলাকে ধর্ষণ (Rape) করা হয়নি, বরং সম্মতিতেই শারীরিক সম্পর্ক হয়েছে। প্রশ্ন তোলেন, যদি জোরজবরদস্তিই সবটা হত, তাহলে বাঁচার জন্য কেন কোনও চিৎকার চেঁচামিচি করলেন না মহিলা! অভিযুক্তকে ১২ মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
গত মঙ্গলবার পুনের অন্যতম ব্যস্ত বাস টার্মিনালে সাতারা জেলায় নিজের বাড়ি ফেরার জন্য বাসের অপেক্ষায় ছিলেন ওই তরুণী। তাঁর অভিযোগ, অভিযুক্ত ওই যুবক প্রথমে তাঁকে ‘দিদি’ বলে সম্বোধন করে এবং জানায় যে সাতারা যাওয়ার বাস অন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। তারপর তাকে নিয়ে যায় একটি খালি শিবশাহী এসি বাসে, যার ভিতরে কোনও আলো ছিল না। মহিলার সন্দেহ হলে তিনি বাসে উঠতে ইতস্তত করছিলেন, কিন্তু অভিযুক্ত তাঁকে আশ্বস্ত করে যে এটাই ঠিক বাস। বাসে উঠতেই অভিযুক্ত তাঁকে আক্রমণ করে এবং শেষমেশ ধর্ষণ করে।
অভিযুক্ত ৩৭ বছর বয়সি যুবক পুণের গুনাট গ্রামের বাসিন্দা এবং পুণে ও অহল্যানগর জেলায় একাধিক চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মামলায় অভিযুক্ত। ২০১৯ সাল থেকে সে একটি মামলায় জামিনে মুক্ত ছিল। বিগত কয়েক মাস ধরে নিজেকে পুলিশ বলে পরিচয় দিয়ে সে নানা কাণ্ড ঘটাচ্ছিল বলে জানা যায়।