শেষ আপডেট: 6th January 2025 17:19
দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা সলমন খানের সঙ্গে দহরম-মহরম, ঘনিষ্ঠতার কারণেই খুন হতে হয়েছে বাবা সিদ্দিকিকে। অন্তত চার্জশিটে এরকমই দাবি জানিয়েছে, মুম্বই পুলিশ। মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকি খুনের তদন্ত গুটিয়ে ফেলেছে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। সোমবার পুলিশ এই হত্যাকাণ্ডে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোই সহ ২৬ জনের চার্জশিট দাখিল করেছে। ৪৫৯০ পাতার চার্জশিটে বাবা সিদ্দিকিকে হত্যার সঙ্গে বস্তি পুনর্বাসন কর্তৃপক্ষ প্রকল্প নিয়ে কোনও ঝামেলার যোগাযোগের সম্ভাবনা খারিজ করেছে পুলিশ।
বাবা সিদ্দিকি ছাড়াও পুনের এক নেতাও লরেন্স বিষ্ণোই দলের নিশানায় ছিল। পুলিশ অফিসারদের কথায়, বিষয়টি জানাজানি হয় একটি পিস্তল উদ্ধারের পর। যদিও পুলিশ সেই বিরাট মাপের পুনের নেতার নাম প্রকাশ করেনি। বিষ্ণোই গ্যাংয়ের ছক ফাঁস হয়ে যাওয়ার পর অপরাধ দমন শাখা পুনের পুলিশকে সেই কথা জানিয়েও দিয়েছিল। পুলিশের তদন্তে আরও জানা গিয়েছে, বিষ্ণোই গ্যাং সিদ্দিকিকে খুনের ছক কষেছিল মুম্বইয়ে তাদের প্রতিপত্তি ও আতঙ্ক ছড়িয়ে দিতে।
এক পদস্থ অফিসার জানান, তাঁরা এই চার্জশিট মহারাষ্ট্রের সংগঠিত অপরাধ নিয়ন্ত্রণ আইনের বিশেষ আদালতে জমা দিয়েছে। শুভম লোঙ্কার, ইয়াসিন সিদ্দিকি এবং আনমোল বিষ্ণোইয়ের নাম অভিযুক্ত হিসেবে রয়েছে। বর্তমানে লরেন্সের ভাই আনমোল মার্কিন অভিবাসন দফতরের হাতে গ্রেফতার হয়ে তাদের হেফাজতেই রয়েছে। তার বিরুদ্ধে ভুয়ো পাসপোর্ট ব্যবহারের অভিযোগ রয়েছে।