শেষ আপডেট: 14th January 2025 15:56
দ্য ওয়াল ব্যুরো: পৃথিবীর অন্যতম ধনী মহিলা জোবস ঘরণি লরেন। যদিও এখন তিনি নিরঞ্জনী আখড়ার স্বামী কৈলাসানন্দ গিরি মহারাজের অন্যতম শিষ্যা 'কমলা'। সুদূর আমেরিকার ক্যালিফর্নিয়া থেকে উড়ে এসেছেন অমৃত কুম্ভের সন্ধানে। শাহি স্নান করারও ইচ্ছাপ্রকাশ করেছেন।
কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন ৬১ বছর বয়সি লরেন। কৈলাশানন্দ গিরি মহারাজ সংবাদমাধ্যমে জানিয়েছেন, সঙ্গমে স্নান করার পরিকল্পনা রয়েছে লরেনের। আপাতত তিনি শিবিরেই বিশ্রাম নিচ্ছেন।
জানা যাচ্ছে, মহাকুম্ভের ভিড়ে লরেনের অ্যালার্জির সমস্যা দেখা দিয়েছে। এরকম জনবহুল এলাকার মধ্যে থাকার অভ্যাস নেই তাঁর। তাতেই বিপত্তি। তবে এখনও অবধি খবর যা, শারীরিক দুর্বলতা থাকলেও পুণ্যস্নানে অংশ নেবেন তিনি।
এর আগে যখন লরেন তাঁর স্বামীর সঙ্গে ভারতে এসেছিলেন, তখনই সনাতন ধর্মের প্রতি আগ্রহ এবং শ্রদ্ধার কথা জানা গিয়েছিল। এবারের কুম্ভ তথা ভারত তাঁর দ্বিতীয় সফর।
লরেন ১৫ জানুয়ারি পর্যন্ত নিরঞ্জনী আখড়াতেই আতিথ্য গ্রহণ করবেন। ২০ তারিখ ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আমেরিকা উড়ে যাবেন।