শেষ আপডেট: 26th October 2024 13:06
দ্য ওয়াল ব্যুরো: ভারত-চিনের টহলদারি ব্যবস্থা ও দখল করা জমি থেকে বেজিংয়ের হাত গোটানোর চুক্তি ঘোষণার পর পূর্ব লাদাখের ডেপসাং এবং দেমচোক থেকে শিবির সরিয়েছে লালফৌজ। সাম্প্রতিক পাওয়া উপগ্রহ ছবি প্রকাশ্যে এনে ইংরেজি সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এই খবর জানিয়েছে। উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে, ডেপসাংয়ের যে জায়গায় গত ৭ অগস্টেও চিনা সেনাশিবির ছিল, সেখানে গত ২৫ অক্টোবর, শুক্রবার জমি খালি করে দিয়েছে চিন।
শুধু এখানেই নয়, বেশ কয়েকটি জায়গায় যেখানে চিনা সেনা ঘাঁটি গেড়েছিল, সেই নির্মাণ সরিয়ে ফেলা হয়েছে। ফলে শীত পড়ার আগেই দীর্ঘকালের হিমায়িত শত্রুতা স্বাভাবিক হওয়ার পথে বলে অনুমান আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের। যদিও চিনের পিপলস লিবারেশন আর্মির বেশ কিছু নির্মাণ এখনও এই এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। দুপক্ষই অবশ্য মনে করছে, আগামী কিছুদিনের মধ্যে দখলমুক্ত করার প্রক্রিয়া শেষ হবে। শুক্রবার যে উপগ্রহ ছবি মিলেছে তা মার্কিন ম্যাক্সার প্রযুক্তি দিয়ে তোলা হয়েছে। যাতে গত কয়েকদিনের মধ্যে চিনা নির্মাণ গোটানোর প্রমাণ মিলেছে।
এই প্রক্রিয়ার সবথেকে বড় প্রমাণ হল, পূর্ব লাদাখের ডেপসাং এলাকার পেট্রল পয়েন্ট ১০-এ দেখা যাচ্ছে একটি বিরাট শিবির ছিল। শুক্রবার তোলা ছবিতে দেখা গিয়েছে ওই একই জায়গা পুরো ফাঁকা হয়ে গিয়েছে। এর দক্ষিণ দিকে গত ৯ অক্টোবর দেমচোকের ছবিতে দেখা গিয়েছে একটি নির্মাণ ছিল, যা শুক্রবারের উপগ্রহ চিত্রে উধাও। অর্থাৎ এর থেকেই অনুমান যে, চুক্তিমতো সেনা শিবির সরিয়ে নিচ্ছে চিন।
একইভাবে গত ৯ অক্টোবর ডেপসাংয়ের অন্যদিক থেকে তোলা ছবিতে দেখা গিয়েছে, সেনা ফাঁড়ির পাশাপাশি বেশ কয়েকটি বিশালাকার রসদ সরবরাহকারী গাড়ি দাঁড়িয়ে রয়েছে। সেগুলিও শুক্রবারের ছবিতে শুনশান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ায় সদ্যসমাপ্ত ব্রিকস সম্মেলনের ফাঁকে সেনা টহলদারি কমানোর বিষয়ে একমত হন। তারপর থেকেই তা কার্যকর হতে শুরু করেছে, এই ছবিগুলিই তার প্রমাণ।