মন্ধ্রদেবী মন্দির, মহারাষ্ট্র (জানুয়ারি, ২০০৫)
২০০৫ সালের ২৫ জানুয়ারি মহারাষ্ট্রের মন্ধ্রদেবী পাহাড়ের চুড়োয় মন্দিরে পুজো দিতে গিয়ে পদপিষ্টের ঘটনায় প্রায় ৩০০ জন প্রাণ হারান। এই ঘটনায় জানা যায়, ওই ছোট্ট মন্দিরে তিন লাখেরও বেশি ভক্ত পৌঁছানোর জন্য মাত্র ২০০ জন পুলিশ কর্মী নিয়োজিত ছিলেন। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা বা ভিড় সামলানোর জন্য কোনও জরুরি পদক্ষেপ করা হয়নি।
এই পাহাড়ে ওঠার জন্য এক কিলোমিটার দীর্ঘ, সংকীর্ণ পথ পেরোতে হয় ভক্তদের। সেই পথের দু'ধারে সব মিলিয়ে ছিল ৩০০টি দোকানও! এই পরিস্থিতিতে ভয়ংকর ভিড় ও ধাক্কাধাক্কি শুরু হলে বিপর্যয় এড়ানো যায়নি।