শেষ আপডেট: 21st December 2024 17:10
দ্য ওয়াল ব্যুরো: ফের ভয়াবহ ধস নামল উত্তরাখণ্ডে। এর জেরে বহু পর্যটক বর্তমানে সেখানে আটকে পড়েছেন। কারণ জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। গাড়ি চলাচল করছে না। ধসের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে ধরচুলা-তাওয়াঘাট জাতীয় সড়ক।
শনিবার সকাল থেকে পরিস্থিতি ঠিক ছিল। তবে বেলার দিকে আচমকা পিথোরাগড়ের জাতীয় সড়কে ধস নামে। স্থানীয়দের মতো বহু পর্যটক সেখানে আটকে পড়েন। শয়ে শয়ে প্রচুর গাড়িও জাতীয় সড়কের ওপরই আটকে রয়েছে। তবে ধসের কারণে কারও মৃত্যু হয়েছে বলে খবর নেই। এমনকী ধ্বংসস্তুপের নীচেও কেউ আটকে আছেন বলে খবর মেলেনি।
যে মূহূর্তে ধস নামে সেই সময়ে স্বাভাবিকভাবেই জাতীয় সড়ক দিয়ে যান চলাচল করছিল। অনেকেই প্রাকৃতিক সৌন্দর্য্যের ভিডিও করছিলেন। এমনই এক পর্যটকের ক্যামেরায় ধরা পড়ে ধস নামার মুহূর্তের ছবি। ভাইরাল ভিডিওতে দেখা যায়, বড় বড় পাথরের চাঁই পাহাড় থেকে রাস্তার ওপর পড়ছে। তবে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি এটাই স্বস্তির বিষয়।
#BREAKING Massive Landslide Blocks Highway!! #landslide
— Weather monitor (@Weathermonitors) December 21, 2024
A massive landslide has blocked the Dharchula-Tawaghat National Highway, stranding dozens of vehicles on both sides.
????#Dharchula -Tawaghat National Highway, Pithoragarh, Uttarakhand, India ???????? pic.twitter.com/zSDARTtJks
চলতি বছর ইতিমধ্যে ধসের জেরে উত্তরাখণ্ডে ৮০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে প্রায় ২৯৫ বার ধস নেমেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। একের পর এক নির্মাণকাজের জন্যই বেশি ধস নামার ঘটনা ঘটছে বলে মনে করছেন তাঁরা। রাজ্যের দেরাদুন, হরিদ্বার, নৈনিতাল, গাড়ওয়ালের মতো অঞ্চল সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।