একনাথ শিন্ডে, হেমন্ত সোরেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 23rd November 2024 19:36
দ্য ওয়াল ব্যুরো: 'তোমারই পথ পানে চাহি'- গানটা যতই ভাব-ভালবাসার হোক, এখন তা রাজ্য রাজনীতির ছবিটার সঙ্গেও খাপ খেয়ে যায়। ব্যাখায় যাচ্ছি পরে। আগে তাকাতে হবে ঝাড়খণ্ড আর মহারাষ্ট্রের দিকে। সেখানে একদিকে যেমন হেমন্ত সোরেনরা দ্বিতীয়বার মহা গাঁটবন্ধনের ছায়ায় সরকার গড়তে চলেছে, তেমনই মহারাষ্ট্রে জয়ের ধ্বজা মেলে ধরেছে বিজেপি। এর মধ্যে যে দুটো বিষয় উল্লেখযোগ্য তা হল হেমন্তদের 'মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা' আর শিন্ডের 'লাডলি বেহনা যোজনা'।
ঘটনা হল এই দুই রাজ্যেরই কেন্দ্রবিন্দুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'লক্ষ্মীর ভান্ডার' প্রকল্পের ছায়া রয়েছে। সেই ছায়ারই মূর্ত রূপ 'মাইয়া সম্মান যোজনা' আর 'লাডলি বেহনা'।
পশ্চিমবঙ্গের 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের ধাঁচে 'লাডলি বেহনা'-য় মহিলাদের মাসে দেড় হাজার টাকা করে ভাতা দেওয়া হচ্ছে। বিজেপির জোটের একাধিক সভায় শিন্ডে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিধানসভা ভোটে জিতলে এই ভাতার পরিমাণ ১,৫০০ টাকা থেকে বাড়িয়ে ২,১০০ টাকা করা হবে।
উল্টো দিকে হেমন্ত সোরেনও একই কায়দায় 'মাইয়া সম্মান যোজনা’-য় মহিলাদের মাসে এক হাজার টাকা অনুদানকে হাতিয়ার করেছিল। মমতার মতো তিনিও মোদী সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় বঞ্চনা, রাজ্যের পাওনা আটকে রাখার অভিযোগ তুলেছিলেন।
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর 'মাইয়া সম্মান যোজনায়' মহিলাদের দেওয়া অর্থের পরিমাণ মাসে ২৫০০ টাকা করার প্রস্তুতি নেওয়া আগেই শুরু হয়েছিল। ছটে চতুর্থ কিস্তির ১০০০ টাকা পেয়েই গিয়েছেন মহিলারা। ভোট পর্ব মিটতেই এবার কথা মতো এবার পঞ্চম কিস্তির ২৫০০ টাকা পাবেন তাঁরা। পরিসংখ্যান বলছে, ৫৩ লক্ষেরও বেশি মহিলা এতে উপকৃত হবেন।
মোদ্দা কথা এই যে, আগডুম বাগডুম যা কিছুই হোক, খানিকটা মমতার 'পথ পানে চেয়েই' যে মহারাষ্ট্র, ঝাড়খণ্ডে জয়ের রাস্তা মসৃণ করেছে শিন্ডে ও হেমন্ত সোরেনরা তা বলার অপেক্ষা রাখে না।