Date : 17th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
কয়েকমাসের ব্যবধানে আবার ডোমজুরের একটি কারখানায় আগুন লাগল, ঘটনাস্থলে দমকলের দু'টি ইঞ্জিনশক্তির স্বার্থেই রাশিয়ার পাশে ভারত, ন্যাটো প্রধানের হুঁশিয়ারিকে পাত্তাই দিল না নয়াদিল্লিভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি সই হতে পারে সামনের সপ্তাহেই! কম দামে মিলবে হুইস্কি, ওয়াইননিকোপার্কে যুবকের মৃত্যু: পরিবারের অভিযোগ গাফিলতির, ময়নাতদন্তে হৃদরোগে মৃত্যুর ইঙ্গিতকল্যাণী স্টেডিয়ামেই হবে ডার্বি, তবে পিছল দিনমিলিয়ে মিশিয়ে হাজারের উপর নামকরণ করে ফেলেছেন মমতা, এখনও তালিকা অফুরন্ত, জানালেন নিজেইগোপালগঞ্জ: পুলিশ রিপোর্টে আ-লিগ কর্মীদের মৃত্যুর কারণ লেখা নেই, সেনাকে আড়াল করাই লক্ষ্য?আইআইটি সমাবর্তনে 'কালা চশমা' মুহূর্ত, 'কুল' ছাত্র-প্রফেসরের রসায়ন ভাইরালউত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের করিডোরে ভবঘুরের দেহ খুবলে খেল কুকুরমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হবে এবারের ডুরান্ডের উদ্বোধন
Rajasthan Kota Tunnel Collapse

রাজস্থানের কোটায় মর্মান্তিক দুর্ঘটনা! নির্মীয়মাণ টানেল ভেঙে মৃত শ্রমিক, আহত একাধিক

রাজস্থানের কোটায় অবস্থিত নির্মীয়মাণ টানেলটি দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের অংশ।

রাজস্থানের কোটায় মর্মান্তিক দুর্ঘটনা! নির্মীয়মাণ টানেল ভেঙে মৃত শ্রমিক, আহত একাধিক

কোটার নির্মীয়মাণ টানেলে ধস

শেষ আপডেট: 1 December 2024 15:11

দ্য ওয়াল ব্যুরো: নির্মীয়মাণ টানেলে ধস নেমে বড়সড় দুর্ঘটনা! তার নীচে চাপা পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। শনিবার গভীর রাতের ঘটনায় আরও তিন শ্রমিক গুরুতর আহত হয়েছেন বলে খবর।

পুলিশ সূত্রে খবর, রাজস্থানের কোটায় অবস্থিত নির্মীয়মাণ টানেলটি দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের অংশ। শনিবার রাতে রাজস্থানের কোটার রামগঞ্জ মান্ডির মোদক এলাকায় মধ্যরাত ১টা থেকে ২ট নাগাদ টানেলে কাজ চলাকালীন আচমকা ধস নামে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান চার জন শ্রমিক।

খবর পেয়ে পুলিশ ও অ্যাম্বুলেন্স তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধারকাজ শুরু করে গুরুতর আহত অবস্থায় তিন শ্রমিককে উদ্ধার করে কোটা হাসপাতালে ভর্তি করা হলেও এক জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সামশের সিং। ৩ বছর বয়সি যুবক উত্তরাখণ্ডের বাসিন্দা। জানা যাচ্ছে, এদিন দুর্ঘটনার আগে শ্রমিকদের মধ্যে কাজ ভাগ করে দেওয়া হচ্ছিল। সে জন্য টানেলের মুখে জড়ো হয়েছিলেন সবাই ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

মোদক থানার আধিকারিক যোগেশকুমার শর্মা জানিয়েছেন, শনিবার রাতে রাজস্থানের কোটার রামগঞ্জ মান্ডির মোদক এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তখনই হঠাৎ ওই টানেলের একটি অংশ হুড়মুড়িয়ে ধসে পড়ে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান এক জন শ্রমিক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

জানা গেছে টানেল নির্মাণ করছিল দিলীপ বিল্ডকোং নামে এক বেসরকারি সংস্থা। এমন দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তৎপর হয় ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া-এর আধিকারিকরা। রাতেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখেন তাঁরা।


ভিডিও স্টোরি