দ্য ওয়াল ব্যুরো: কিছুদিন আগেই কর্মীদের সপ্তাহে ৯০ ঘণ্টা কাজ করার পরামর্শ দিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন লারসেন অ্যান্ড টুরবো (L and T) সংস্থার চেয়ারম্যান ও সিইও এসএন সুব্রহ্মণ্যম। এবার আন্তর্জাতিক নারী দিবসের একদিন আগে, ফের এক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন তিনি। প্রায় ৫,০০০ নারী কর্মীর জন্য এক দিনের বেতন-সহ ঋতুকালীন ছুটি (Menstrual Leave) চালু করার কথা জানাল সংস্থাটি।
সংস্থার তরফে জানানো হয়েছে, এই সুবিধা শুধুমাত্র মূল সংস্থা এল অ্যান্ড টি-র নারী কর্মীদের জন্য প্রযোজ্য। আর্থিক পরিষেবা বা প্রযুক্তি সংক্রান্ত সহযোগী সংস্থার কর্মীরা এর আওতায় থাকছেন না। এর ফলে এল অ্যান্ড টি-র মোট ৬০ হাজার কর্মীর মধ্যে প্রায় ৯ শতাংশ, অর্থাৎ ৫,০০০ নারী কর্মী এই ছুটির সুবিধা পাবেন।