শেষ আপডেট: 9th January 2025 21:48
দ্য ওয়াল ব্যুরো: ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির সপ্তাহে ৭০ ঘণ্টা কাজের যুক্তি নিয়ে এখনও বিতর্ক চলে। তবে তাঁকেও পিছনে ফেললেন এল অ্যান্ড টি-র চেয়ারম্যান এসএন সুব্রহ্মণ্যম। তিনি চান, তাঁর সংস্থার কর্মীরা ৭০ নয়, সপ্তাহে ৯০ ঘণ্টা কাজ করুক! সম্প্রতি এক ভিডিও বার্তায় নিজের এই ইচ্ছার কথাই প্রকাশ করেছেন তিনি।
সাধারণত বেশিরভাগ সংস্থার মতো এল অ্যান্ড টি সংস্থাতেও সপ্তাহে ৬ দিন কাজ হয়, রবিবার ছুটি থাকে। কিন্তু সুব্রহ্মণ্যম চান, রবিবারও কর্মীরা অফিস আসুক, কাজ করুক। কোম্পানির এক ভিডিও মিটিং-এ তিনি কর্মীদের উদ্দেশে বলেছেন, ''বাড়িতে থেকে কী কাজ করো তোমরা? কতক্ষণ বউয়ের দিকে তাকিয়ে থাকবে? এর থেকে বাড়িতে কম, অফিসে বেশি সময় থাকো, কাজ করো।''
রবিবার ছুটি না দেওয়ার বিষয় নিয়েও তাঁর যুক্তি রয়েছে। সুব্রহ্মণ্যম বলেন, ''আমি নিজে রবিবার কাজ করি। চাই, কর্মীরাও তাই করুক। কিন্তু আমি এটাও জানি রবিবার তাদের অফিস আসতে আমি বাধ্য করতে পারব না। এটাই আমার দুঃখ। যদি পারতাম, তাহলে সবাইকে অফিসে বসিয়ে কাজ করাতাম।'' সুব্রহ্মণ্যমের দাবি, চিন আমেরিকাকে ছাপিয়ে যেতে চলেছে কারণ তাঁরা সপ্তাহে ৯০ ঘণ্টা কাজ করে। আর আমেরিকা ৫০ ঘণ্টা। তাই ভারতকে দ্রুত উন্নতি করতে গেলে ৯০ ঘণ্টা প্রতি সপ্তাহে কাজ করতেই হবে।
'রেডিট'-এ সুব্রহ্মণ্যমের ভিডিও বার্তাটি ভাইরাল হয়েছে। তা নিয়ে এখন সোশ্যাল মিডিয়া তোলপাড়। নারায়ণ মূর্তির মতোই তিনিও কটাক্ষের শিকার হচ্ছেন। আবারও প্রশ্ন উঠছে 'ওয়ার্ক লাইফ ব্যালেন্স' নিয়ে। যদিও সুব্রহ্মণ্যম হোক কী নারায়ণ মূর্তি, তাঁদের একই মত, দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে এইভাবে কাজ করা বাধ্যতামূলক।
সুব্রহ্মণ্যম ভিডিও বার্তাও পারতপক্ষে এই কথাই বলেছেন। তাঁর বক্তব্য, ''বিশ্বের সর্বোচ্চ স্তরে পৌঁছতে গেলে, এক নম্বর হতে গেলে, ৯০ ঘণ্টা বা তার বেশিও কাজ করতে হবে।'' তাই বাড়ি বা ব্যক্তিগত জীবন ভুলে শুধুই অফিস করার ডাক দিয়েছেন তিনি।