শেষ আপডেট: 1st January 2025 13:44
দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরে বিতর্কে জড়ালেন ব্লিঙ্কিটের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও আলবিন্দর ডিন্ডসা। মঙ্গলবার তিনি দাবি করেছিলেন, নতুন বছরের আগে অর্থাৎ বর্ষবরণের রাতে মোবাইল অ্যাপে সবচেয়ে বেশি অর্ডার এসেছে। যার পাল্টা দিলেন কমেডিয়ান কুণাল কামরা। তিনি সরাসরি প্রশ্ন করেন, ২০২৪ সালে তিনি তাঁর ডেলিভারি পার্টনারদের কত টাকা গড় মজুরি দিয়েছেন?
এক্স হ্যান্ডেলে পোস্ট করে কুণাল প্রশ্ন তুলেছেন, জোম্যাটোর অধীনস্থ সংস্থা ব্লিঙ্কিট দাবি করে মাত্র ১০ মিনিটের মধ্যে তারা জিনিসপত্র পৌঁছে দেয়। সংস্থাটি দিনে সর্বোচ্চ অর্ডার, সর্বোচ্চ ওপিএম (Order Per Minute), সর্বোচ্চ ওপিএইচ (Order Per Hour) পেয়েছে এবং দিনের শেষে ডেলিভারি বয়দের হাতে সর্বোচ্চ টিপস তুলে দিয়েছে।
কুণাল এরপরই আলবিন্দারকে আক্রমণ করে লেখেন, শুধুমাত্র ব্যবসাকেই প্রাধান্য দেন এমন সংস্থার মালিকরা। কর্মীদের দিকে তাঁদের কোনও নজর নেই। শুধুমাত্র তাঁদের শোষণ করা ছাড়া আর কোনও কাজ নেই তাঁদের।
While we enjoy the convenience of quick commerce I’d like my first tweet of 2025 to be about the dark side.
— Kunal Kamra (@kunalkamra88) December 31, 2024
Platform owners exploit gig workers & they aren’t job creators.
They are landlords without owning any land.
They don’t have a bone of creativity or innovation all…
এরপরই ব্লিঙ্কিটের সিইওকে ২০২৪ সালে তিনি তাঁর ডেলিভারি পার্টনারদের গড়ে কত টাকা মজুরি দিয়েছেন তা জানানোর অনুরোধ জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় যা নিয়ে রীতি মতো হইচই শুরু হয়েছে।
Can you also enlighten us with data on the average wages you paid your “Delivery Partners” in 2024… https://t.co/v0yBlvobCQ
— Kunal Kamra (@kunalkamra88) December 31, 2024
মঙ্গলবারই এক্স হ্যান্ডেলে ব্লিঙ্কিটের সিইও লিখেছিলেন, বর্ষশেষের দিনে ১২ লাখ ২৩ হাজার ৫৬৬ প্যাকেট কন্ডোম, ৪৫ হাজার ৫৩১টি মিনারেল ওয়াটারের বোতল, ২২ হাজার ৩২২ পার্টিস্মার্ট ও ২ হাজার ৪৩৪ প্যাকেট ইনো অর্ডার করেছেন। যা নিয়েই আলবিন্দরকে বিঁধলেন কমেডিয়ান কুণাল।
1,22,356 packs of condoms
— Albinder Dhindsa (@albinder) December 31, 2024
45,531 bottles of mineral water
22,322 Partysmart
2,434 Eno
..are enroute right now! Prep for after party? ????
তিনি আরও দাবি করেন, পার্টির জন্য মানুষ সবচেয়ে বেশি স্ন্যাক্স অর্ডার করেছে। রাত ৮ টা পর্যন্ত ব্লিঙ্কিট আলু ভুজিয়ার ২.৩ লক্ষ প্যাকেট গ্রাহকদের কাছে পৌঁছে দিয়েছে।
Enroute right now????
— Albinder Dhindsa (@albinder) December 31, 2024
2,34,512 packets of aloo bhujia
45,531 cans of tonic water
6,834 packets of ice cubes
1003 lipsticks
762 lighters
All should be delivered in the next 10 minutes. Party's just getting started!
পাশাপাশি আইস কিউব এবং কোল্ড ড্রিঙ্কস-এরও প্রচুর অর্ডার এসেছে বলেও জানিয়েছেন আলবিন্দার।