শেষ আপডেট: 16th February 2025 00:45
দ্য ওয়াল ব্যুরো: শনিবার রাতে নতুন দিল্লি রেলওয়ে স্টেশনে (New Delhi Railway Station) কুম্ভ মেলায় যাওয়া যাত্রীদের ব্যাপক ভিড়ের ফলে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই হুড়োহুড়ির মধ্যে চাপা পড়ে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা আরও বেশি। যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দৈনিক জাগরণ জানিয়েছে, শনিবার রাতে স্টেশনের ১৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল প্রয়াগরাজগামী একটি ট্রেন। ট্রেনে উঠতে বিপুল সংখ্যক যাত্রী সেখানে জড়ো হন। এদিকে, স্বাধীনতা সেনানি এক্সপ্রেস ও ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে চলছিল, যার ফলে এই সব ট্রেনের যাত্রীদের অনেকেও ১২, ১৩ ও ১৪ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন।
এই সময় প্রয়াগরাজগামী ট্রেনের আরও যাত্রী স্টেশনে প্রবেশ করলে পরিস্থিতি অস্থির হয়ে ওঠে। বিশেষ করে ১৬ নম্বর প্ল্যাটফর্মের এস্কেলেটরের কাছে এবং ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্মে প্রচণ্ড ভিড়ের সৃষ্টি হয়। হঠাৎই ধাক্কাধাক্কির ঠেলায় বেশ কয়েকজন যাত্রী পড়ে যান, যার মধ্যে নারী ও শিশুরাও ছিলেন। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে, অনেকে মাটিতে পড়ে থাকা লোকজনের ওপর দিয়েই পার হওয়ার চেষ্টা করেন।
#WATCH | Visuals from outside New Delhi Railway station.
— ANI (@ANI) February 15, 2025
There is no stampede. It is only a rumour. Northern Railways was running two planned special trains (for Prayagraj): CPRO Northern Railways pic.twitter.com/SHUvrnajip
রেলমন্ত্রীর আশ্বাস: পরিস্থিতি নিয়ন্ত্রণে
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক টুইট বার্তায় জানিয়েছেন, “নয়া দিল্লি রেলওয়ে স্টেশনে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। দিল্লি পুলিশ ও রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) ঘটনাস্থলে পৌঁছে গেছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। যাত্রীদের চাপ সামলাতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।"
Situation under control at New Delhi railway station (NDLS)
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) February 15, 2025
Delhi Police and RPF reached. Injured taken to hospital. Special trains being run to evacuate sudden rush.
দিল্লির দমকল কর্তৃপক্ষ জানিয়েছেন, স্টেশনে হুড়োহুড়ির বিষয়ে তারা একটি ফোনকল পেয়েছিল। দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে ফায়ার ব্রিগেডের চারটি গাড়ি পাঠানো হয়।
এদিকে, উত্তর রেলওয়ের মুখপাত্র দাবি করেছেন, নয়া দিল্লি স্টেশনে কোনো বড় ধরনের বিশৃঙ্খলা হয়নি এবং এটি শুধুই একটি গুজব। তিনি আরও জানান, কুম্ভ মেলায় যাত্রীদের সুবিধার্থে প্রয়াগরাজগামী দুটি বিশেষ ট্রেন চালানো হচ্ছিল। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তবে দৈনিক জাগরণ জানিয়েছে, লোকনায়ক হাসপাতালে ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ততক্ষণে যা ঘটার ঘটে গেছে। আহতদের দ্রুত অ্যাম্বুলেন্সে করে লোকনায়কসহ অন্যান্য হাসপাতালে পাঠানো হয়। লোকনায়ক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫ জন যাত্রী ইতিমধ্যে মারা গেছেন। বাকি বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।