শেষ আপডেট: 31st January 2025 16:44
এখন, ট্রেনের সাধারণ ভাড়ার তুলনায় প্রিমিয়াম তৎকালের ভাড়া এমনিতেই কয়েকগুণ বেশি হয়। এখন সেটা গিয়ে দাঁড়িয়েছে মাত্রাছাড়া অঙ্কে। যেমন, স্বাধীনতা সেনানি এক্সপ্রেসে দিল্লি থেকে বারাণসী পর্যন্ত তৃতীয় এসি ক্লাসের ভাড়া সাধারণত ১০৫৫ টাকা। এই টিকিটই তৎকালে কাটলে পড়ে ১৪৫৫ টাকা। কিন্তু প্রিমিয়াম তৎকালে সেই ভাড়া দাঁড়িয়েছে ৩৬৫৯ টাকা! অর্থাৎ প্রায় আড়াই গুণ বেশি।
দিল্লি থেকে পাটনা হয়ে প্রয়াগরাজ আসার জন্য এক দম্পতি রাজেন্দ্র নগর তেজস রাজে ৩এসি টিকিট কাটেন ৪৬০৮ টাকায়। অথচ, সাধারণ ভাড়া ছিল ৩৯০৩ টাকা, তৎকাল ভাড়া ৪১২৩ টাকা। শিবগঙ্গা এক্সপ্রেসে দিল্লি থেকে বারাণসী পর্যন্ত প্রথম শ্রেণির এসি টিকিটের জন্য এক যাত্রী এজেন্টকে অতিরিক্ত ২৫০০ টাকা দিতে বাধ্য হন। তার উপরে টিকিটের দাম পড়ে ৫৪১৩ টাকা।
তবে এইসব কারণে ভক্তদের প্রয়াগরাজে যাওয়ার উদ্দীপনায় কোনও ঘাটতি নেই। হোক প্রিমিয়াম পরিষেবা, দীর্ঘ রুটের পরিকল্পনা বা বাড়তি খরচের বোঝা— ধর্মীয় বিশ্বাসের টানে মহাকুম্ভে অংশ নিতে তাঁরা যেন কোনও আপসই করবেন না।