শেষ আপডেট: 3rd January 2025 23:09
দ্য ওয়াল ব্যুরো: কুকি গোষ্ঠীর সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষে ফের উত্তপ্ত হল মণিপুর। এই ঘটনায় ওই গোষ্ঠীর অনেকেই জখম হয়েছে। রাজ্যের ক্যাংপোকপি জেলায় শুক্রবার সন্ধেয় এই ঘটনা ঘটেছে।
কিছুদিন আগে পাহাড়ি এলাকায় কুকি গোষ্ঠীদের বাঙ্কার ভাঙার কাজ করছিল সেনা। সেই কাজে বাধা দিলে সংঘর্ষ হয়েছিল। শুক্রবার এই লক্ষ্যে সেনার গাড়িতে বাধা দেওয়ার জন্য রাস্তা অবরোধের সিদ্ধান্ত নেয় তারা। এই সময়ে সেনার তরফে বাধা দেওয়া হলে কুকি গোষ্ঠীর সদস্যরা জেলার ডেপুটি কমিশনারের অফিসে পাথর ছোড়া শুরু করে। এরপরই সেনা কাঁদানে গ্যাস এবং ব্ল্যাঙ্ক ফায়ার করে তাদের আটকানোর চেষ্টা করে। এতেই জখম হন অনেকে।
সোমবার গোপন সূত্রে খবর পেয়ে মণিপুরের এই কাংপোকপি জেলার লোইচিং রিজ অঞ্চলে যৌথ অভিযান চালইয়েছিল ভারতীয় সেনা, অসম রাইফেলস ও মণিপুর পুলিশ। সেই অভিযানেই উদ্ধার হয় এম৭৯ গ্রেনেড লঞ্চার, স্নাইপার, একটি সিঙ্গল ব্যারেল বন্দুক ও দু’টি ৯ মিলিমিটার পিস্তল-সহ বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। অভিযান চলাকালীন মহিলাদের বাধার মুখে পড়তে হয়েছিল নিরাপত্তাবাহিনীকে। সেই সময়ে তাঁদের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ওঠে। পরিস্থিতি উত্তপ্ত তো ছিলই, শুক্রবারের ঘটনায় যেন আগুনে ঘি পড়েছে।
এদিন গ্রাম থেকে নিরাপত্তাবাহিনী সরানোর দাবিতে ভাঙচুর চালানো হয়েছে অফিসে। এই হামলায় সুপারের অফিসের পাশাপাশি ভেঙে গুড়িয়ে দেওয়া হয় পুলিশের একাধিক গাড়িও। প্রসঙ্গত, গত বছরের মে মাস থেকে মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে হিংসা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। এখনও পর্যন্ত ২৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ঘর ছাড়া হয়েছেন কয়েক হাজার মানুষ।