শেষ আপডেট: 22nd October 2024 12:22
দ্য ওয়াল ব্যুরো: জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে খুন করতে পারলে ১,১১,১১,১১১ টাকা ইনাম ঘোষণা করল করণী সেনা। ক্ষত্রিয় করণী সেনা জানিয়েছে, যে পুলিশ অফিসার গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে এনকাউন্টারে খতম করতে পারবেন তাঁকেই এক কোটি টাকা দেবে তারা। মহারাষ্ট্রের এনসিপি নেতা বাবা সিদ্দিকি খুনের দায় নিয়েছে বিষ্ণোই গ্যাং। এমনকী তাঁর বিধায়ক পুত্র জিশান এবং বলি অভিনেতা সলমন খান লরেন্সের হিটলিস্টে আছেন বলে জানা গিয়েছে।
একটি ভিডিও বার্তায় ক্ষত্রিয় করণী সেনার জাতীয় সভাপতি রাজ শেখাওয়াত বলেছেন, যে পুলিশ অফিসার লরেন্স বিষ্ণোইকে এনকাউন্টারে মারতে পারবেন তাঁকে ১,১১,১১,১১১ টাকা পুরস্কার দেওয়া হবে। রাজ শেখাওয়াতের দাবি এই মুহূর্তে সাধারণ মানুষের নিরাপত্তা জরুরি। সে কারণে পদক্ষেপ করতে হবে। শেখাওয়াত কেন্দ্র ও গুজরাত সরকারের নিন্দা করে বার্তায় বলেছেন, তারা লরেন্সের মতো সাংঘাতিক খুনেকে সামলাতে ব্যর্থ। তাই যে পুলিশ অফিসার তাকে খতম করবে তিনিই ওই পুরস্কার পাবেন।
নবভারত টাইমস এই খবর দিয়ে বলেছে, ভিডিও বার্তায় শেখাওয়াত আরও বলেন, লরেন্স বিষ্ণোই আমাদের দেশের অমূল্য রত্ন অমর শহিদ সুখদেব সিং গোগামেদি-র ঘাতক। যিনি করণী সেনার প্রধান ছিলেন। গত ২০২৩ সালের ৫ ডিসেম্বর জয়পুরে অজ্ঞাতপরিচয় খুনিরা তাঁকে গুলি করে খুন করে। খুনের কয়েক ঘণ্টা পরে লরেন্স বিষ্ণোইয়ের শাগরেদরা এর দায় স্বীকার করে।
গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই বর্তমানে গুজরাতের সাবরমতী জেলে বন্দি রয়েছে। সেখানে বসেই সে দল পরিচালনা করে বলে অভিযোগ। তার বিরুদ্ধে আন্তর্জাতিক মাদক পাচার, অস্ত্র পাচারের অভিযোগ রয়েছে। সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানোর অভিযোগ রয়েছে তার গ্যাংয়ের বিরুদ্ধে। এছাড়াও ২০২৩ সালের সেপ্টেম্বরে তার গ্যাং খলিস্তানি সমর্থক সুখা দুনেকে-কে খুনের দায় নেয়। এমনকী কানাডাতেও বেশ কয়েকটি গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত তার দল।