অস্ত্র তৈরির যন্ত্র
শেষ আপডেট: 14th November 2024 13:04
দ্য ওয়াল ব্যুরো: বিহারের তারাপুরে খাবারের থালা বানানোর কারখানার নেপথ্যে অস্ত্র তৈরি হচ্ছিল। কারখানার মাটির তলার চেম্বারে এমনই এক অস্ত্র কারখানার হদিস পেল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।
বিশেষ সূত্রে খবর পেয়ে বুধের রাতেই তারাপুরে হানা দেয় কলকাতা পুলিশের এসটিএফ। স্থানীয় পুলিশ এবং বিহার পুলিশের এসটিএফ-এর দলকে সঙ্গে নিয়ে তল্লাশি অভিযান চালায়। জানা যাচ্ছে খাবারের থালা বানানোর কারখানার মাটির তলায় গোপন একটি ঘরের সন্ধান মেলে। পুলিশ জানাচ্ছে ওই ঘরেই দীর্ঘ দিন ধরে গোপনে আগ্নেয়াস্ত্র তৈরি হত।
ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ৬টি ৭ এমএম পিস্তলের যন্ত্রাংশ, ৬টি পিস্তলের বাট এবং ১টি লেদ মেশিন। পাশাপাশি ড্রিলিং মেশিন-সহ অস্ত্র তৈরিতে কাজে লাগে এমন অনেক যন্ত্রাংশ বাজেয়াপ্ত করেছে পুলিশ।
ঘটনায় দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের একজন কারখানার মালিক মহম্মদ মোনাজির হুসেন এবং অন্যজন তাঁর শ্যালক মহম্মদ নাসিম। তাঁদের জেরা করে বেআইনি অস্ত্র কারখানার সঙ্গে আরও কেউ জড়িত কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
প্রসঙ্গত, গত তিন বছর ধরে বিহার, ঝাড়খণ্ড ও কলকাতা পুলিশ এই ধরনের অভিযান চালাচ্ছে। এই নিয়ে ১৪ তম অস্ত্র তৈরির কারখানার হদিশ পাওয়া গিয়েছে। বেআইনিভাবে অস্ত্র তৈরি বন্ধ করতেই এহেন অভিযান। তাতেই আমদানি রোখা সম্ভব। শুধু বাংলা নয়, পড়শি দেশ বাংলাদেশেও বিহারে থেকে অস্ত্র যেত বলে খবর।