শেষ আপডেট: 10th January 2025 12:35
দ্য ওয়াল ব্যুরো: গাড়ির যন্ত্রাংশ বিক্রির দোকানের আড়ালে অস্ত্রের কারবার। বিহারে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিস পেল কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। বিহার পুলিশের সঙ্গে কলকাতা পুলিশের এই বিশেষ দল মধুবনী জেলার দোকানে যৌথ অভিযান চালানো হয়। তল্লাশি করে আগ্নেয়াস্ত্র তৈরির প্রচুর সরঞ্জাম উদ্ধার করেছেন তদন্তকারীরা। পর্দা ফাঁস হল ৭ এমএম পিস্তল তৈরির কারখানার।
গত বছর জুলাই মাসে বিহারে বিপুল অস্ত্র ভাণ্ডারের হদিস পাওয়া গিয়েছিল। কলকাতা ও বিহারের স্পেশ্যাল টাস্ক ফোর্স এবং স্থানীয় পুলিশের একটি দল যৌথ অভিযান চালিয়ে বেআইনি অস্ত্র তৈরির কারখানার ঠিকানা পায়।
সে সময় পুলিশ আধিকারিকরা যেসব অস্ত্র উদ্ধার করেছিলেন সেগুলি হল ৭.৬৫ মিমি সেমিঅটোমেটিক ইম্প্রোভাইজড আগ্নেয়াস্ত্র, ৭.৬৫ মিমি লাইভ কার্টিজ, বিপুল সংখ্যক সেমিফিনশেড ইম্প্রোভাইজড ৭.৬৫ মিমি পিস্তলের অংশ যেমন পিস্তল বডি, পিস্তল স্লাইডার, পিস্তল গ্রিপ এবং পিস্তল ব্যারেল, একটি লেদ মেশিন, দুই মিলিং মেশিন, একটি ড্রিলিং মেশিন সহ আরও অনেক অস্ত্রশস্ত্র।
একইসঙ্গে আগ্নেয়াস্ত্র তৈরির জন্য ব্যবহৃত বিপুল পরিমাণ কাঁচামাল এবং সরঞ্জামও উদ্ধার করে পুলিশ। ঘটনাটি নিয়ে মাধারওয়া থানায় একটি বিশেষ মামলা নথিভুক্ত করা হয়েছিল। ছ'মাস পেরোতেই ফের সক্রিয় হয় পুলিশ। এবার বিহার থেকে হদিস মিলল ৭ এমএম বন্দুক তৈরির কারখানার।