শেষ আপডেট: 18th October 2024 10:35
দ্য ওয়াল ব্যুরো: কেরলের ওয়ানাড লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির প্রার্থী হতে পারেন দক্ষিণী অভিনেত্রী খুশবু সুন্দর। পদ্ম শিবির সিদ্ধান্ত চূড়ান্ত না করলেও এই অভিনেত্রীর নাম নিয়ে দলে জোরদার চর্চা চলছে। ওয়ানাডের মানুষের মন বুঝতে প্রাথমিক সমীক্ষাও করেছে বিজেপি। তাতে ইতিবাচক সাড়া মিলেছে বলে দলীয় সূ্ত্রের খবর।
উপনির্বাচন হলেও ওয়ানাডের ভোট নিয়ে কেরল তো বটেই জাতীয় রাজনীতিতেও কৌতূহল আছে। এবার লোকসভা ভোটে রায়বেরলির সঙ্গে আগের আসন ওয়ানাডেও জিতেছিলেন রাহুল। শেষ পর্যন্ত ওয়ানাড আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন করাতে হচ্ছে। কংগ্রেস প্রার্থী করেছে প্রিয়ঙ্কা গান্ধীকে। ভোট হবে ১৩ নভেম্বর।
বৃহস্পতিবার সিপিআই ঘোষণা করেছে, ওয়ানাডে দলের প্রার্থী হবেন সত্যন মোকেরি। তিনি দলের প্রাক্তন বিধায়ক এবং রাজ্য পার্টির সহ সম্পাদক। গত লোকসভা ভোটে ওয়ানাডে সিপিআইয়ের প্রার্থী ছিলেন দলের জাতীয় কর্মসমিতির সদস্য অ্যানি রাজা।
রাহুলের বিরুদ্ধে বিজেপির প্রার্থী ছিলেন দলের কেরল রাজ্য সভাপতি কে সুরেন্দ্রন। বিজেপির অঙ্ক, প্রিয়ঙ্কার বিরুদ্ধে খুশবুকে প্রার্থী করে ওয়ানাডের ভোটে নয়া উন্মাদনা তৈরি করা। প্রিয়ঙ্কার সমবয়সি খুশবু অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও যথেষ্ট সক্রিয়। তামিল ছাড়াও দক্ষিণের সব ভাষাতেই ছবি করেছেন তিনি। বেশ কয়েকটি সুপারহিট মালওয়ালি ছবির জন্য কেরলেও জনপ্রিয় তিনি।
তাঁর রাজনীতিতে হাতেখড়ি তামিলনাড়ুর বর্তমান শাসক দল ডিএমকেতে। দলীয় প্রধান তথা মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের সঙ্গে মত বিরোধের কারণে ডিএমকে ছেড়ে কংগ্রেসে যোগ দেন। হাত শিবির তাঁকে দলের মুখপাত্র করে। তবে কংগ্রেসের থেকেও খুশবু ছিলেন রাহুল গান্ধীর ফ্যান। রাহুলের তোলা ইস্যু নিয়ে নরেন্দ্র মোদীকে লাগাতার আক্রমণ করতেন। প্রাপ্য সম্মান পাচ্ছেন না অভিযোগ তুলে ২০২১-এ তামিলনাড়ু বিধানসভা ভোটের আগে কংগ্রেস ছেড়ে যোগ দেন বিজেপিতে।