শেষ আপডেট: 6th March 2025 16:04
দ্য ওয়াল ব্যুরো: বাবর খালসা ইন্টারন্যাশনাল (BKI)-এর এক সক্রিয় জঙ্গিকে পাকড়াও করল পুলিশ। উত্তরপ্রদেশের কৌশাম্বিতে পাঞ্জাব পুলিশ ও উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স (STF) অভিযান চালায়। সেখান থেকেই বৃহস্পতিবার ভোররাতে তাকে গ্রেফতার করা হয়।
ধৃতের নাম লাজার মাসিহ, পাঞ্জাবের অমৃতসরের বাসিন্দা। পুলিশের দাবি, তার সঙ্গে সরাসরি যোগ রয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI-এর। জার্মানিতে থাকা বাবর খালসার মডিউল প্রধান স্বর্ণ সিং ওরফে জীবন ফৌজি-রও ঘনিষ্ঠ সহযোগী মাসিহ।
গ্রেফতারের পর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে তিনটি হ্যান্ড গ্রেনেড, দুটি ডিটোনেটর, একটি ৭.৬২ এমএম রাশিয়ান পিস্তল, ১৩টি গুলি এবং বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এছাড়াও, সাদা রঙের বিস্ফোরক পাউডার, গাজিয়াবাদের ঠিকানা রয়েছে এমন আধার কার্ড এবং একটি সিম ছাড়া মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।
উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্সের অতিরিক্ত ডিজি অমিতাভ যশ এবিষয়ে জানান, বাবর খালসার জার্মানি মডিউলের প্রধান জীবন ফৌজির হয়ে কাজ করত এবং পাকিস্তানে বসবাসকারী ISI এজেন্টদের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল।
তিনি আরও জানান, ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর পাঞ্জাবের বিচারবিভাগীয় হেফাজত থেকে পালিয়ে যায় মাসিহ। এতদিন সে গা ঢাকা দিয়েছিল। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে কৌশাম্বি থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ মনে করছে, ধৃত জঙ্গি বড়সড় নাশকতার ছক কষছিল দেশে বসেই। তার সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা হচ্ছে। পাশাপাশি তার সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি মডিউল যুক্ত রয়েছে কি না তাও জানর চেষ্টা চলছে।
মাসিহর গ্রেফতারি দেশের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তদন্তকারীরা।